Search
Close this search box.

জগন্নাথপুরে রাধা রমন দত্তের তিরোভাব তিথি স্মরনে অষ্ট প্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব

Facebook
Twitter
WhatsApp

jagannathpur pic 15-11-2015মো: আব্দুল হাই :: ভাইবে রাধা রমন বলে ৩সহস্রাধিক গানের গীতিকার উপমহাদেশের আধ্যাত্মিক মরমী কবি শ্রী শ্রী রাধারমন দত্ত পুরকায়স্থের শততম তিরোভাব তিথি স্মরনে অষ্ট প্রহর ব্যাপী রাধা গোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্টিত হয়েছে। মহান এ কবির জন্মস্থান জগন্নাথপুর উপজেলার পৌর শহরের কেশবপুর গ্রামে রাধা রমন সমাধি মন্দির প্রাঙ্গনে স্থানীয় রাধা রমন স্মৃতি সংঘের আয়োজনে ১২নভেম্বর থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব ১৪নভেম্বর শনিবার সম্পন্ন হয়। শ্রী শ্রী বিশ্বাম্বর দাশ বৈঞ্চব বাবাজি জকিগঞ্জ এর পরিচালনায় মহোৎসবে শ্রীমদ্ভগবত পাঠ করেন জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের বাসিন্দা শ্রীযুক্ত ব্রজেন্দ্র কুমার দাস। মহোৎসবের শুরুতে সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জগন্নাথপুরের বাসিন্দা শ্রী যুক্ত উমা চরন গোপ। এসময় বিভিন্ন এলাকা থেকে রাধা রমন ভক্তবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন রাধা রমন স্মৃতি সংঘের উপদেষ্টা মানিক লাল দে, সুধীর বৈদ্য, আশিষ লাল দে, নিরেন দেবনাথ, ধীরু সরকার, নান্টু মালাকার, বিরেন্দ্র বৈদ্য, ডা: শিমুল দাস, হীরা লাল সরকার, সুবোধ বৈদ্য, খোকা দাস, নিকাশ সরকার, শংকর দাশ, বিরেন্দ্র দেবনাথ, গৌরহরি,কর্ন সরকার,ধীরেন্দ্র বৈদ্য, কর্ন দেবনাথ, মনোরঞ্জন দেবনাথ, অমর চন্দ্র দাস, রঞ্জিত মালাকার, রাধারমন স্মৃতি সংঘের সভাপতি সুশীল বৈদ্য, সহ-সভাপতি নিশী দাস, বিজয় বৈদ্য, সঞ্জু দাস, সাধারন সম্পাদক রুনু মালাকার সাধু, সহ সাধারন সম্পাদক মৃদুল কান্তি দে, স্বপন বৈদ্য, নিতাই দে, সাংগঠনিক সম্পাদক নিখিল দাশ, মিন্টু মালাকার, নন্দ লাল দাশ, কোষাধ্যক্ষ বাবুল মালাকার, বিপুল বৈদ্য লিটন দাশ, অরুন মালাকার, প্রচার সম্পাদক খোকন সরকার, ক্ষিতেশ সরকার, নকুল দাস, নিকলেশ দেবনাথ, বিকাশ বৈদ্য, বিজয় মালাকার, সাংস্কৃতিক সম্পাদক নিপেশ দেবনাথ, অভি দাস বিপুল, স্বজল বৈদ্য, গোবিন্দ মালাকার, কাজল মালাকার, সিপন দাস, দপ্তর সম্পাদক আনন্দ মালাকার, অরই মালাকার, সঞ্জয় দাস, সঞ্জু বৈদ্য, লিটন দাস, আলোক সঞ্জা সম্পাদক আকল মালাকার, সুমন সরকার, সুকেশ বৈদ্য, লিটন সরকার, সুমন বৈদ্য, সতন সরকার, আপ্যায়ন সম্পাদক নিত্যানন্দ মালাকার, বানু চন্দ্র, রানা দাস, দিপক সরকার, জীবন সরকার, সজল মালাকার, কাজল মালাকার, লাকন দাস, দ্বিপন দাস, রুনু দাস, সদস্য সপন মালাকার, জিতেন্দ্র সরকার, মহাদেব কর, মঞ্জু দে, সত্যেন্দ্র বৈদ্য, সেলু দাস, পনি সরকার, রূপক দাস, লিংকন সরকার, মান্না দাস, দুলন মালাকার,সিন্দু মালাকার, রাহুল দাস, পলাশ দে, বিশ্বজিত মালাকার, শেকড় দাস, সজিব বৈদ্য, শুভ বৈদ্য, অনিল কর, জয় দাস, বিজয় দাস, সুজন মালাকার, অপু মিশু দে, অনিক, মুন্না, নয়ন, প্রদীপ, সজিব, অসীম, সুরঞ্জিত, রাজিব, আকাশ, অন্তর, বিজন, পংকজ, সজিব, অর্জুন, শান্ত, সৌরভ, উত্তম, দিপু, নরেন্দ্র কর, কিরন কর, রুটন, ছাতক প্রতিদিন টুয়েন্টিফোর জগন্নাথপুর প্রতিনিধি বিপ্লব দেবনাথ প্রমূখ। মহোৎসবে সিলেটের জকিগঞ্জের গৌর সুন্দর দাস গোপাল বাবাজির পরিচালনায় শুভ অধিবাস শেষে ভ্রাম্ম মুহুর্ত হতে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন শ্রী শ্রী লীলামৃত বিতরন করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রী কমলকৃঞ্চ দেবনাথ, শ্রী হরিমহন দাস, সিলেটের জকিগঞ্জের শ্রী গৌর সুন্দর দাস গোপাল। অনুষ্টানের শেষ দিন শ্রী গৌর সুন্দর দাস গোপালের পরিচালায় দধিভান্ডভঞ্জন ও পূর্না অনুষ্টিত হয়। রাধা রমন দত্ত পুরকায়স্থের শততম তিরোভাব তিথি স্মরনে অষ্ট প্রহর ব্যাপী রাধা গোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবকে ঘীরে রাধা রমন সমাধি মন্দিরসহ আশ-পাশ এলাকায় ৩দিন ব্যাপী উৎসবের আমেজ বিরাজ করে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত