AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৫ - ২০১৫ | ৬: ২৫ অপরাহ্ণ

14089677802

1408967780নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে রোববার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সভা জানাইয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। জাপা নেতা আওলাদ আলীর সভাপতিত্বে ও মির মো. খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, জাপা নেতা কাপ্তান মিয়া, গোলাম জবদানী, কামরুজামান, মাসুদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা শরীফ আলী, মনোহর আলী, নুরুল ইসলাম ইসলামউদ্দিন। সভায় সর্বস্মতিক্রমে আওলাদ আলীকে আহবায়ক আব্দুল হামিদকে মাসুদ আহমদ, আছাব আলী কে যুগ্ম-আহবায়ক বাবুল মিয়া কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ ৩ নং ওয়ার্ড জাতীয় পাটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন আব্দুর রব, গেদাই মিয়া, আকবর আলী, সাইদুল ইসলাম, সদর আলী, আশ্রব আলী, কামরুজামান, মাসুদ মিয়া, মাজেদ মিয়া, দিলাল মিয়া, আজিরউদ্দিন মো. ইসলাম, কাদির মিয়া, রিপন মিয়া, মামুন মিয়া, আবুল লেইছ।

আরো সংবাদ