AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে স্কুল ছাত্রীর সঙ্গে ইভটিজিং ॥ ৩ বখাটে যুবককে কারাদন্ড-জরিমানা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৮ - ২০১৪ | ৭: ২৮ অপরাহ্ণ

Pic

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে স্কুলগামী ছাত্রীর সাথে ইভটিজিং করার অভিযোগে ২ বখাটে যুবকে কারাদন্ড ও আরো ১ জনকে বয়স কম হওয়ায় আড়াই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আদালত বসিয়ে তাদের জরিমানা ও পৃথক মেয়াদে কারাদন্ড প্রদান করেন উপজেলার ইউএনও (ম্যাজেষ্ট্রট) আসাদুল হক।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ইভটিজিং এর ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা বখাটে ঐ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন-ওসমানীনগর থানার মজলিসপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র আব্দুল্লাহ আল-মামুন (২০) ও একই থানার চানপুর গ্রামের আবদুল মন্নানের পুত্র অটোরিক্সা চালক মারুফ আহমদ (২০) ও বিশ্বনাথ উপজেলার সরুয়ালা গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র রাজিব আলী (১৫)। এর মধ্যে আব্দুল্লা¬াহ আল-মামুন কে ১ মাস ও মারুফ আহমদকে সাত দিনের কারাদন্ড এবং রাজিব আলী কে আড়াই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তবে জরিমানার টাকা আদায় হওয়ায় তাৎক্ষণিক রাজিব আলীকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়। কাড়ারপাড় গ্রাম থেকে বিদ্যালয়ে আসার পথে পথিমধ্যে বখাটে তিন যুবক তার সঙ্গে ইভটিজিং করে। এসময় বখাকে যুবকদের হাত থেকে আত্বরক্ষার্থে ঐ ছাত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে গিয়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন স্কুল ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে ওই তিন বখাটে যুবককে লালটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে একটি অটোরিক্সা (সিএনজি) গাড়িসহ আটক করতে সক্ষম হন। খবর পেয়ে বেলা দেড়টায় থানা পুলিশ বিদ্যালয় থেকে অটোরিকশা (সিলেট-থ-১১-৩৭৪৮) গাড়িসহ ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের পৃথক মেয়াদে কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী বলেন, বিদ্যালয়ে আসার পথে বখাটে যুবকরা ওই ছাত্রীর সঙ্গে ইভটিজিং করে। পরে এলাকাবাসী বখাকে তিন যুবককে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসেন। আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিশ্বনাথ থানার পরিদর্শক রফিকুল হোসেন বলেন, ভ্রাম্যমান আদালত বখাটে ৩ যুবককে কারাদন্ড ও জরিমানা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুল হক বলেন, ইভটিজিং এর অভিযোগে তিন যুবক কে পৃথক মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে। তবে এক যুবকের বয়স কম হওয়ায় তার কাছ থেকে জরিমানা আদায় করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ