AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ২৮ মাস পূর্ণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৭ - ২০১৪ | ১২: ০৩ পূর্বাহ্ণ

elias_Ali_new_1

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়ী চালক আনসার আলী নিখোঁজের ২৮ মাস পূর্ণ হচ্ছে আজ রবিবার। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে রাজধানী ঢাকার মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর বিশ্বস্থ গাড়ী চালক আনসার আলী।

নিখোঁজ হওয়ার দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তাদের কোন সন্ধান এখনও পাওয়া যায়নি কিংবা ইলিয়াস আলীর মত একজন প্রভাবশালী উদীয়মান তরুণ রাজনীতিবিদ নিখোঁজ হওয়ার পেছনের কারণ আজো জানা যায়নি। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রবিবার বিকেল সাড়ে ৪টায় তাঁর জন্মস্থান বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান।

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সংবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন দলের নেতাকর্মীসহ সর্বস্থরের জনতা। ইলিয়াসের সন্ধানের দাবিতে উত্তাল হয়ে উঠে সাড়া দেশ। মিছিল, মিটিং, সভা, সমাবেশ, সড়ক অবরোধ, হরতাল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন বিএনপি। ইলিয়াস আলী নিখোঁজের সংবাদ তার নিজ জন্মস্থান বিশ্বনাথ উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন উপজেলার দলের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ। ২০১২ সালের ২৩ শে এপ্রিল সহিংসতায় গুলিবৃন্দ হয়ে নিহত হন বিএনপির কর্মী মনোয়ার, সেলিম ও জাকির।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বনাথে নিখোঁজ ইলিয়াস আলীর নিজ রামধানা গ্রামের বাড়িতে আগের মত মানুষ জনের আনাগোনা নেই। দুই-একজন আসা যাওয়া করছেন। নিখোঁজ ইলিয়াস আলী নেতাকর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করার জন্য তৈরি করা এক তলা বিশিষ্ট দালান ঘরটি পাঁকা। দরজা-জানালা খোলা থাকলেও একজন মানুষও এ ঘর নেই। বাড়ি চারপাশে নিরবতা।

নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের কোন সন্ধান না পাওয়ায় ইলিয়াস আলীর নিজ জন্মভূমি বিশ্বনাথ উপজেলাবাসীর মধ্যে বিরাজ করছে হতাশা। কিন্ত শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। কবে শেষ হবে এই অপেক্ষার পালাক, কবে ফুঁটবে ইলিয়াস আলী ও আনসার আলীর পরিবারের মুখে হাসি এই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তবুও নিখোঁজ ইলিয়াস আলীর অপেক্ষায় অধির আগ্রহে অপেক্ষা করছেন তার পরিবার, নিজ দলের নেতাকর্মীরা ও বিশ্বনাথের সর্বস্থরের মানুষ।

স্বামীর খোঁজে দিশেহারা ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদি লুনা। পিতাকে ফিরে পাবার আশায় বুকে পাথর বেঁধে দিন যাপন করছে ইলিয়াসের পুত্র আবরার ইলিয়াস, লাবিব সারার ও মেয়ে সাইয়ারা নাওয়াল। পরিবারের একটাই দাবি তারা যে কোন মূল্যে ইলিয়াস আলী ও তাঁর গাড়ী চালক আনসার আলীকে অক্ষত এবং সুস্থ অবস্থায় তাদের মাঝে ফিরে পেতে চান।

আরো সংবাদ