Search
Close this search box.

মেসির জন্য দুঃসংবাদ

Facebook
Twitter
WhatsApp

massiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি টানা চার বার ব্যালন ডি’অর পুরস্কার জিতে গত বছর ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে তা হাতছাড়া করেন। তবে ব্রাজিল বিশ্বকাপে অন্যদের টপকিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের দখলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে তার।

এর আগে চলমান বছরের জুনে সংক্ষিপ্ত দশজনের তালিকায় ছিলেন মেসি। তার সঙ্গে ছিলেন থমাস মুলার, হামেস রদ্রিগেজ, ফিলিপ লাম, লুইস সুয়ারেজ, দিয়েগো কস্তা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, আরিয়েন রোবেন ও ম্যানুয়েল ন্যুয়ার।

উয়েফা বর্ষসেরার শীর্ষ তিনে জায়গা হয়নি মেসির। সেই দৌড়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আরিয়েন রোবেন ও ম্যানুয়েল ন্যুয়ার। ২৮ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানের দিন উয়েফা বর্ষসেরা পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

গত বছর এ পুরস্কারটি জিতেছিলেন ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরি। ২০১১ ও ২০১২ সালে ইউরোপ সেরার তকমা গায়ে মেখেছিলেন যথাক্রমে লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত