সিলেট বিমানবন্দরে স্বর্ণের বারসহ সৌদি প্রবাসী গ্রেপ্তার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

saj-44-300x225সিলেট বিমানবন্দরে স্বর্ণের তিনটি বারসহ এক সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার নাম আবুল কালাম ( ৩০)। সে সিলেটের কানাইঘাট উপজেলার আগপুর গ্রামের আমান উল্লার পুত্র।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শাহ জামান জানান, এক সৌদি প্রবাসী স্বর্ণের চালান নিয়ে এসেছেন গোপনে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পুলিশ তার লাগেজ তল্লাশি করে। এসময় প্রবাসী কালামের লাগেজ থেকে স্বর্ণের তিনটি বিস্কুট বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪