বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়ে জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী। শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজধারণ করে শোকর্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল ওয়াহিদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন আবদুল হান্নান ইউজেটিক্স ও মোনাজাত করেন হাফিজ মাওঃ জামাল উদ্দিন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে ঋন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৫৪ জন যুবক-যুবতীর মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকা ঋন বিতরণ করা হবে।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘শোক ও স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাধন দাশ, মহানগর যুবলীগ নেতা সাদিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, সদস্য কাওছার আহমদ, সায়হাম শিকদার,পার্থ সারথি দাস পাপ্পু। বাদ জুম্মা উপজেলার পুরাণ বাজারস্থ বায়তুন নাজাত জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘দোয়া ও মিলাদ মাহফিল’ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের আলোচনা সভা ঃ উপজেলা শ্রমিকলীগের উদ্যোগ শোক দিসব উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক তাজির আলী, জমির আলী, আছকির আলী, আমির আলী, আনসার আলী, নির্মল দেব, অব্ধন বিশ্বাস, আসিদ আলী, সাদেক আলী, শফিক মিয়া সিতাব আলী।
বিশ্বনাথ ডিগ্রী কলেজ ঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্বনাথ ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও ভূগোল বিভাগের প্রধান গোলাম মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগীয় প্রধান তাপসী চক্রবর্তী লিপি, রসায়ন বিভাগীয় প্রধান এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান রোকেয়া বেগম শেলী, অধ্যাপক আবদুস শহিদ, তত্ত্ব ও প্রযুক্তি বিভাগীয় প্রধান সঞ্জিত কুমার সাহা।