AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ধর্ষণের ঘটনাগুলোর জন্য লজ্জায় ভারত : মোদি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৫ - ২০১৪ | ২: ৫৬ অপরাহ্ণ

36736 modi

36736_modi

ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজধানী নয়াদিল্লির লাল কেল্লায় জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দিলেন। সাম্প্রতিক ধর্ষণের ঘটনাপ্রবাহ ভারতকে লজ্জায় ফেলছে বলে মন্তব্য করেন তিনি। তিনি পিতামাতাদের তাদের পুত্রদের কর্মকান্ডের ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পিতামাতাদের উচিত তাদের পুত্রদের অবশ্যই নৈতিক এবং অনৈতিকের মধ্যে পার্থক্য শেখানো। মোদি সবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ও ভারতের প্রতিটি স্কুলে টয়লেটের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন ভাষণে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মোদি বলেন, যখন আমরা এ ধর্ষণের ঘটনাগুলো সম্পর্কে শুনি, তখন লজ্জায় আমাদের মাথা কাটা যায়। ভাষণে মোদি প্রশ্ন ও পাল্টা-প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পিতামাতারা তাদের তরুণী মেয়েদের নানা ধরনের প্রশ্ন করেন, যেমন তুমি কোথায় যাচ্ছো? কিন্তু, তারা কি তাদের পুত্রদের কাছে জানার সাহস করেন যে, তারা কোথায় যাচ্ছে? তিনি আরও বলেন, যারা ধর্ষণ করে, তারাও কারও পুত্র। পুত্ররা ভুল পথে যাওয়ার আগে তাদের আটকানো পিতামাতাদের দায়িত্ব। একই সঙ্গে মেয়ে শিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে ভারতীয়দের প্রতি আহ্বান জানান তিনি। স্বাধীনতা দিবসে মোদির ভাষণ উপলক্ষে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর হাজার হাজার সদস্যকে। পূর্বে তৈরি কোন বক্তব্য পেশ করেননি মোদি এবং বহু বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী বুলেট-নিরোধক পর্দার পেছনে না দাঁড়িয়েই ভাষণ দিলেন। পূর্বের প্রধানমন্ত্রীদের মতো ঘোরতর প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কোন কড়া মন্তব্য করেননি মোদি। বরং, তিনি বলেছেন, কিভাবে নারীদের বিরুদ্ধে সংঘটিত যৌন অপরাধসমূহ তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। ২০১২ সালে দিল্লিতে একটি বাসে ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর যৌন সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।

আরো সংবাদ