
উদ্দিন ১৯৭৪ সালে এসএসসি পাস করার পর বিভিন্ন কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়েন। দীর্ঘদিন পর নিজেসহ আশেপাশের লোকজনের সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় চালু করেন এবং তিনি ওই বিদ্যালয়ে ১৯৭৮ সালে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করায় বাধ্য হয়েই এইচএসসি পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘ ৪০ বছর পর নিয়মিত ছাত্রদের সঙ্গে মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে এ বছর রইছ উদ্দিন জিপিএ ৪ দশমিক ৬০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এব্যাপারে রইছ উদ্দিন ফলাফলের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি খুবই আনন্দিত। বিশেষ করে তারই ১৭/১৮ জন ছাত্র তার সঙ্গে পরীক্ষা দিয়েছিল এবং তাদের থেকে ফলাফল ভালো করেছেন।