AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা চমক আলীর মৃত্যুতে শোক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৪ - ২০১৪ | ১১: ৫০ অপরাহ্ণ

201406131106321

20140613110632বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্যের বার্মিংহাম যুবলীগে সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের পিতা, বিশিস্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী চমক আলী (৬৫) আর নেই। তিনি গত বুধবার দিবাগত রাত ৩টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। চমক আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ অ্যাডভোকেট, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আহমদ অ্যাডভোকেট, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক ছোরাব আলী, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধন দাস, সাধারণ সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল।

আরো সংবাদ