AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেট বোর্ডে টপ টুয়েন্টিতে ‘বিশ্বনাথ ডিগ্রী কলেজ’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৩ - ২০১৪ | ৭: ৩৭ অপরাহ্ণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : গত বছরের চেয়ে পাশের হার ও জিপিএ-৫’র সংখ্যা বাড়লেও দুই দাফ নিচে নেমে সিলেট শিক্ষা বোর্ডে এবার ‘টপ টুয়েন্টি’ তে ১৯তম স্থান পেয়েছে বিশ্বনাথ ডিগ্রী কলেজ। কলেজটির পাশের হার ৮৮.০৯% ও জিপিএ-৫ পেয়েছে দু’জন শিক্ষার্থী। বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাড়া উপজেলার অপর দুটি কলেজের কোন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেননি।
এবছর উপজেলার তিনটি কলেজের ৯৯৫ জন (বিজ্ঞান ১০০, মানবিক ৭৩৩, ব্যবসা ১৬২) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৮৪২ জন উত্তীর্ন (বিজ্ঞান ৬৫, মানবিক ৬৪৮ ও ব্যবসা ১২৯) হয়েছেন। মোট পাশের হার ৮৪.৬২%। গত বছর ৪৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ন হয়ে ছিলেন ৪০৭ জন। মোট পাশের হার ছিল ৮৫.৬৮%।
বিশ্বনাথ ডিগ্রী কলেজের ৬০৫ জন (বিজ্ঞান ৬০, মানবিক ৪৩৮, ব্যবসা ১০৭) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৫৩৩ জন উত্তীর্ন (বিজ্ঞান ৪০, মানবিক ৩৯৬ ও ব্যবসা ৯৭) হয়েছেন।
উত্তর বিশ্বনাথ কলেজের ১৩৪ জন (মানবিক ১২১, ব্যবসা ১৩) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১২৯ জন উত্তীর্ন (মানবিক ১১৭ ও ব্যবসা ১২) হয়েছেন। পাশের হার ৯৬.২৬%।
রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের ২৫৬ জন (বিজ্ঞান ৪০, মানবিক ১৭৪, ব্যবসা ৪২) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১৮০ জন উত্তীর্ন (বিজ্ঞান ২৫, মানবিক ১৩৫ ও ব্যবসা ২০) হয়েছেন। পাশের হার ৭০.৩১%।
সিলেট শিক্ষা বোর্ডের ‘শীর্ষ বিশ’র মধ্যে ১৯তম স্থান পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক বলেন, সাফল্যের ধারাবাহিকতা ধরা রাখা সম্ভব হয়েছে অভিভাবক-শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগীতা ও পরিশ্রমের কারণেই।
পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তি দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, স্কলার্সহোম, এম সি একাডেমী স্কুল এন্ড কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ, শ্রীমঙ্গল দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, তৈয়বুন্নেছা খানম একাডেমী কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, ব্লু বার্ড হাইস্কুল, জনতা মহা বিদ্যালয়, সৈয়দ সাঈদ উদ্দিন কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, বিশ্বনাথ কলেজ ও বিয়ানীবাজার সরকারি কলেজ।

আরো সংবাদ