Search
Close this search box.

সর্বোচ্চ ফলাফলে সারাদেশে দ্বিতীয় সিলেট বোর্ড

Facebook
Twitter
WhatsApp

papসারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল করেছে সিলেট শিক্ষাবোর্ড। এ বোর্ডের পাশের হার ৭৯.১৬ ভাগ। আর প্রথম স্থানে আছে ঢাকা বোর্ড। পাস করেছে ৮৪.৫৪ ভাগ শিক্ষার্থী। সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান এ তথ্য জানান।
এদিকে, সিলেট বোর্ডের সার্বিক ফলাফলে  পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ ও বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ২০৭০ জন শিক্ষার্থী।
এ বোর্ডের গতবারের পাসের হার ছিল ৭৯.১৩ ভাগ। গতবারের চেয়ে এবারের পাসের হার দশমিক ৩ ভাগ বেশী। গতবারের গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ৫৩৫টি। গতবার ১৫৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সর্বোচ্চ ৪১৪টি জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এমসি কলেজ ২০৮ ও সিলেট সরকারী মহিলা কলেজ ১৫৬টি জিপিএ-৫ পেয়েছে।
সিলেট বোর্ডের সার্বিক ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ২৬ হাজার ২৮৪ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০ হাজার ৮১৫ জন। ছেলেদের পাশের হার ৭৯ দশমিক ১৯ ভাগ। ৩১ হাজার ২৭৭ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৪ হাজার ৭৫৩ জন। মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ১৪ ভাগ। আর বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ৮৮ দশমিক ৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে ৫৭ হাজার ৫৬১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৪৫ হাজার ৫৬৮ জন।
বুধবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞান বিভাগ থেকে এবার ৭ হাজার ৫০৭ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৬০৯ জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৮ দশমিক ৪ ভাগ।
মানবিক বিভাগ থেকে এবার ৩৮ হাজার ৬৫৯ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৯ হাজার ১৭৮ জন। পাশের হার ৭৫ দশমিক ৪৮ ভাগ।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার ১১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৯ হাজার ৭৮১ জন। এ বিভাগে পাশের হার ৮৫ দশমিক ৮৪ ভাগ।
বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৫১ জন, মানবিক বিভাগ থেকে ৩২৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৯৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। জিপিএ ৫ প্রাপ্তদের ১ হাজার ১৮৭ জন ছেলে এবং ৮৮৩ জন মেয়ে।
মোট  উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ৭ হাজার ৯০১ জন, এ মাইনাস গ্রেডে ৮ হাজার ৬১৭ জন, বি গ্রেডে ১০ হাজার ১২৬ জন, সি গ্রেডে ১৪ হাজার ৭৫৩ জন ও ডি গ্রেডে ২ হাজার ১০১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত