AM-ACCOUNTANCY-SERVICES-BBB

এইচএসসির ফল হবে আগামীকাল বুধবার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১২ - ২০১৪ | ৪: ১৩ অপরাহ্ণ

hsc_2014

শেষ হচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর অপেক্ষার প্রহর আগামীকাল বুধবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে শেষ হবে দীর্ঘ প্রতীক্ষার পালা।

এর আগে গত ৩ এপ্রিল থেকে মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে চলে ৮ জুন পর্যন্ত।

প্রতি বছরই পরীক্ষা হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ হিসেবে ১৫ আগস্ট ৬০দিন পূর্ণ হবে। কিন্তু তার দুদিন আগেই অথাৎ ১৩ আগস্ট পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।

এ বছর পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এর মধ্যে ইংরেজি দ্বিতীয়পত্র ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিলে। এমনকি প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত হয়, পরে নতুন করে পরীক্ষা নেয়া হয়।

প্রসঙ্গত, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ৯ লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭ জন। এছাড়া কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী চার হাজার ৯৭৭ জন। বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

আরো সংবাদ