AM-ACCOUNTANCY-SERVICES-BBB

২০ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১২ - ২০১৪ | ৩: ৪৬ অপরাহ্ণ

Fakhrul-20-party-702x336-300x143

আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্রিফ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়া পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘২০ দলীয় জোটের বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের কার্যকর উদ্যোগ না থাকায় তীব্র নিন্দা জানানো হয়েছে। হামলার প্রতিবাদে ১৬ আগস্ট সারা দেশে জেলা সদরে কালো পতাকা মিছিল বের করা হবে। পাশাপাশি বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল বের করবে।’

ব্রিফিংয়ে ফখরুল জানান, গত সোমবারের বৈঠকে তোবা গার্মেন্টের শ্রমিকদের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। এসময় মাওয়ায় লঞ্চডুবির ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানান তিনি।

জোটের শরিক জামায়াতে ইসলামী নেতা শফিকুল ইসলাম মাসুদসহ আটক নেতাদের মুক্তি দেওয়ার দাবিও জানানো হয় এসময় ।

সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য গণমাধ্যমের কণ্ঠরোধে সংবিধানবিরোধী নীতিমালা প্রণয়ন করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্ত চিন্তা ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’ সম্প্রচার নীতিমালাকে গণবিরোধী অাখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘এ নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

১৯ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে সোহরাওয়ার্দি উদ্যানে বিক্ষোভ সমাবেশ করা হবে। পরদিন সারা
দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে তিনি জানান। এছাড়া ২১-৩১ আগস্ট জোটের নেতারা জেলা ও মহানগর পর্যায়ে গণসংযোগ করবেন।

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৩১ আগস্ট আলোচনা সভা, ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের মাজারে দোয়া মাহফিল এবং বিকালে প্রামাণ্যচিত্র প্রর্দশন ও র‌্যালির আয়োজন করা হবে।

আরো সংবাদ