ম্যারাডোনা আর বিতর্ক যেন সমান্তরালভাবেই চলে। সাংবাদিকের উপর চড়াও, মেসিকে নিয়ে সমালোচনা কিংবা বান্ধবীকে নিয়ে-একের পর এক এমন সব বিতর্ক জন্ম দেয়াটাই তার স্বভাবসূলভ বৈশিষ্ট। এবার তারই পুনরাবৃত্তি ঘটালেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। এদিন এক সংবাদ মাধ্যমকর্মীকে চড় মারলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক।
শনিবার আর্জেন্টিনার ন্যাশনাল থিয়েটার থেকে বের হওয়ার সময় ম্যারাডোনাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন সংবাদমাধ্যমকর্মী। এসময় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। ম্যারাডোনার সঙ্গে এ সময় তার বান্ধবী ভেরোনিকা ওজেদা ও ছেলে দিয়াগো ফার্নান্ডোও ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবের এক ফাঁকে ম্যারাডোনা গাড়ী থেকে নেমে আসেন। এক সাংবাদিককে কিছু একটা জিজ্ঞেস করেই তাকে চড় মারেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সম্পর্কটা আগে থেকেই খারাপ। সংবাদ কর্মীদের সঙ্গে অনেক বাজে আচরণের রেকর্ডও রয়েছে তার। তবে শনিবার চড় মেরে নতুন করে আলোচনায় আসলেন ৫৩ বছর বয়সী দিয়াগো ম্যারাডোনা। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ঐ সাংবাদিক ম্যারাডোনার বান্ধবীকে চোখ মেরেছিলেন এবং আপত্তিকর মন্তব্যও করেছিলেন। আর সে কারণেই মেজাজ হারিয়ে সাংবাদিককে চড় মারেন সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার।
এ বিষয়ে দিয়াগো ম্যারাডোনা বলেন, ‘আমি যদি আপনার সঙ্গে অশোভনীয় কোন আচরণ না করি তাহলে আপনি কেন আমার স্ত্রীর সঙ্গে এমনটা করবেন?’ আর্জেন্টিনার দৈনিকগুলোতে এই সংবাদ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তার কারণ প্রমাণ হিসেবে ঐ ঘটনার ভিডিওটা থাকায়। সম্প্রতি শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার মানে আর্জেন্টিনা। এরপর থেকেই আলোচনায় ম্যারাডোনা।