বিশ্বনাথে বৃদ্ধি পেয়েছে গাড়ী চুরি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

তিন মাসে ৭টি অটোরিক্সা ও তিনটি মোটরসাইকেল চুরি, চোরের গুলিতে আহত ১, পুলিশের টহল জোরদার

imagesবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে বৃদ্ধি পেয়েছে গাড়ী চুরি। গ্যারেজের তালা ভেঙ্গে গত তিন মাসে শুধু উপজেলার দৌলতপুর এলাকার প্রায় ৫টি অটোরিক্সা ও তিনটি মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে। ফলে চোর আতংকে রয়েছেন অটোরিক্সা ও মোটরসাইকেল মালিকরা। অনেকেই নিজের গাড়ি পাহারা দিয়ে কাটাচ্ছেন নির্ঘূম রাত।
এদিকে গত শনিবার রাতে দৌলতপুর গ্রামের বাবুল মিয়ার অটোরিক্সা চুরি করতে গ্যারেজের তালা ভাঙ্গা শুরু করে চোরেরা। এসময় গ্যারেজের পাশের রুমে থাকা দৌলতপুর গ্রামের মামুন চোরেরা গ্যারেজের তালা ভাঙ্গার বিষয়টি আচ করতে পেরে তার ভাই সুলেহ কে মোবাইল ফোনে তিনি বিষয়টি অবহিত করেন। সংবাদটি পেয়ে সুহেল ঘটনাস্থলে আসলে চোরেরা পালিয়ে যাওয়ার সময় পাইব গান দিয়ে গুলি করে সুহেলকে। এতে আহত হন সুহেল মিয়া (৩২)। গত তিন মাসে দৌলতপুর গ্রামসহ আশপাশ এলাকার প্রায় ৫টি অটোরিক্সা চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানাগেছে, সত্তিশ গ্রামের বাবুল মিয়া, চরচন্ডি গ্রামের ছুরত মিয়া, একই গ্রামের আবদুল মিয়া ও আটপাড়া গ্রামের রিয়াজ আলীর অটোরিসকা গ্যারেজের তালা ভেঙ্গে নিয়ে গেছে চোরের দল। দুটি গাড়ি উদ্ধার হলেও এখনও তিনটি গাড়ি উদ্ধার হয়নি। অপরদিকে নোয়াগাঁও গ্রামের কাওছার আহমদ ও একই গ্রামের আকবর আলী শুকুরের অটোরিক্সা চুরি করে নিয়ে যায় চোরেরদল। আটপাড়া গ্রামের ডাক্তার শাহাদাত হোসেন’র দুটি মোটরসাইকেল ও হাসনাজি গ্রামের বিলাল আহমদের একটি মোটরসাইকেলও চুরি হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর গ্রামের অনেকেই জানান, গ্যারেজে তালা দিয়েও অটোরিক্সা ও মোটরসাইকেল রাখা যাচ্ছেনা। চোরেরা প্রায় সময় গাড়িগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে আতংকে রয়েছেন এলাকাবাসি। তারা চুরি বন্ধে প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করেছেন।
এদিকে, গত গত বৃহস্পতিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকা থেকে ১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী গমরাগুল গ্রামের লোকজন হাতে নাতে এক চোরকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
বিশ্বনাথ থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, চুরি বন্ধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তালিকা করা হচ্ছে চুর, ছিনতাইকারী ও অপরাধীদের। এদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪