Search
Close this search box.

বিশ্বনাথে প্রবাসী সংবর্ধিত

Facebook
Twitter
WhatsApp

Biswanath (Sylhet) Pic 11.08.14= 1বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে সোমবার যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন জয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার দশঘর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সামছুদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা ছাইদুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী জয়নাল আবেদীন জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দিন, দশঘর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিদ্দিক আলী, ব্যবসায়ী আছকির আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমান মারুয়ান ও স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ালী উল¬াহ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৃদুল রাণী শুক্ল বৈদ্য, সাবিনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।
সভায় বক্তরা বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মাটি ও মানুষের কল্যাণে প্রবাসীরা নিজের কষ্ঠার্জিত অর্থ ব্যয় করে যাচ্ছেন। ফলে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষেরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত