সিলেট মহানগর জামায়াতের আমীর জোবায়ের জামিনে মুক্ত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

index.jpg258সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যা ৫টায় তিনি সিলেট কারাগার থেকে মুক্তি পান। এ সময় জামায়াত নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে গত বৃহস্পতিবার একটি মামলার জামিনের জন্য এহসানুল মাহবুব জোবায়ের আদালতে হাজির হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু কারাগারে যাওয়ার মাত্র দুইদিনের মাথায় তিনি আবারও মুক্তি পেলেন।

উল্লেখ্য, সিলেট মহানগর জামায়াতের আমীর জোবায়েরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলা সাজানো বলে দাবি করছেন জামায়াত নেতৃবৃন্দ। যে মামলায় তিনি জামিন পেয়েছেন সে মামলায় তাকে হয়রানি করার জন্য আসামী করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪