বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে সিগারেট খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে চড় মারায় বিশ্বনাথ থানা পুলিশের এক সদস্যকে ক্লোজড করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে থানা কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ক্লোজড হওয়া ওই পুলিশ সদস্যের নাম হচ্ছে রিংকু দাস।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে থানা কম্পাউন্ডের ভেতর সিগারেট ফুঁকছিলেন এক অটোরিক্সা চালক। এ সময় থানা পাহারাদারের দায়িত্বে থাকা কনস্টেবল রিংকু দাস ওই চালককে থাপ্পর দিয়ে থানার ভেতরে নিয়ে যান। সেখানে ডিউটি অফিসার মাসুদ রানাসহ মিলে ওই চালককে মারধর করেন।
ঘটনাটি জানতে পেরে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন রিংকু দাসকে সিলেট পুলিশ লাইনে ক্লোজড করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এএসআই মাসুদ রানা বলেন, নিষেধ করার পরও সিএনজি অটোরিক্সা চালক থানা ভবন প্রাঙ্গণে সিগারেট খাওয়ায় কনস্টেবল রিংকু তার সঙ্গে অসদাচরণ করেন। ঘটনাটি জানতে পেরে রিংকুকে পুলিশ লাইনে ক্লোজড করেছেন ওসি স্যার।