শিবিরের সাবেক সভাপতি মাসুদসহ ১৯ জন গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
1111_13404-231x300রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার জাকির হোসেন রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এক বাসায় শিবিরের সদস্যরা মিটিং করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে সেখান থেকে চেয়ার-টেবিল ছাড়া আর কিছু পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের মধ্যে ড. শফিকুল ইসলাম মাসুদের নাম পাওয়া গেছে। বাকিদের নাম-ঠিকানা সংগ্রহের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।

পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের জানান, যেহেতু ওই বাসায় টেবিল-চেয়ার পাওয়া গেছে সেহেতু ধারণা করা হচ্ছে, এখানে মাঝে-মধ্যেই মিটিং করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪