
পুলিশের তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের জানান, যেহেতু ওই বাসায় টেবিল-চেয়ার পাওয়া গেছে সেহেতু ধারণা করা হচ্ছে, এখানে মাঝে-মধ্যেই মিটিং করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।