AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে প্রবীন শিক্ষক ‘গোলাম মোস্তফা’কে সম্মাননা প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১০ - ২০১৪ | ১২: ৩০ পূর্বাহ্ণ

9.08.14= 1

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রবীন শিক্ষক গোলাম মোস্তফা’কে শনিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে রোগ মুক্তির পর তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক গোলাম মোস্তফাকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলে, যেখানে গুনীর সম্মান নেই সেখানে গুনী জন্মাতে পারেনা। তাই আমাদের সবাইকে চিত্ত এবং বিত্তের সমন্বয়ে গুনীজনকে সম্মান প্রদর্শন করে সমাজকে এগিয়ে নিয়ে চেতে হবে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আশরাফুল ইসলাম খান সুহেল’র সভাপতিত্বে ও আলমগীর হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননা প্রদানকারী শিক্ষক গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মুক্তিযোদ্ধা সিতাব আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রউফ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী জামাল উদ্দিন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বালাগত হোসেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলী, দৌলতপুর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আলী আকবর মিলন, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহির আলী, সদস্য আজির হোসেন, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার দাশ, শিক্ষক আজহারুল ইসলাম, শিক্ষনুরাগী জিল্লুল হক, প্রবাসী সংগঠক আবদুর রব, আল-মদিনা একাডেমীর প্রধান শিক্ষক বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওঃ জাকারিয়া হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র গোলাপ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী আবদুল আহাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইমান আলী, রোসন আলী, এলাকার মুরব্বী ফিরুজ খান, মনির আলী, আরিফুল্লা সিতাব, হাবিবুর রহমান, তৈয়ব মিয়া চৌধুরী প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ