ফিলিস্তিনিরা জানিয়েছেন যে, গাজায় প্রায় এক মাস ধরে চলা ইসরাইলি বর্বর আগ্রাসন ও গণ হত্যাকালে ৪৩৩ জন ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে এবং এ সময় সাড়ে চার হাজার নতুন শিশু জন্ম নিয়েছে।
গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউছুফ আবু আল-রিশের বরাত দিয়ে অ্যারাবস টুয়েন্টি ওয়ান নিউজ সাইট জানায়, ইসরাইলি হামলার সময় সাড়ে চার হাজার শিশু জন্ম নেয়ার বিষয় রেকর্ড করা হয়েছে। ইসরাইল গত ৮ জুলাই গাজায় বিমান হামলা শুরু করে। ১৭ জুলাই শুরু স্থল হামলা ২৯ দিন ধরে যুদ্ধচলার পর গত মঙ্গলবার ৭২ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি পালিত হয়, যা গতকাল সকালে শেষ হয়েছে। গাজায় ইসরাইল আবার হামলা শুরু করেছে। এতে নিহত হয়েছে আরো এক শিশু।