AM-ACCOUNTANCY-SERVICES-BBB

তাজমহল থেকে ভারতের আয় সবচেয়ে বেশি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৯ - ২০১৪ | ১২: ৪৭ পূর্বাহ্ণ

60293 tajmhal

60293_tajmhalভারত সেদেশের অন্য যেকোন স্মৃতিসৌধের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করে তাজমহল থেকে। উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্বের সপ্তমাশ্চর্যের একটি এ তাজমহল।
সম্প্রতি দেশটির পর্যটনমন্ত্রী শ্রী শ্রীপাদ যেসো নায়েক রাজ্যসভায় বলেন, ৩৬১ বছরের পুরনো শ্বেতমর্মর পাথরের তৈরি এ স্মৃতিসৌধ থেকে বছরে ভারতের আয় ২১ কোটি ৮৪ কোটি রুপি। এর বেশিরভারগই আসে প্রবেশ ফি থেকে।
ভারতে শীর্ষ ২০টি সৌধ থেকে মোট আয় হয় ৮০.০১ কোটি রুপি। আয়ের উৎসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আগ্রা ফোর্ট। কিন্তু তাজমহল থেকে এর আয় অনেক কম। মাত্র ১০ কোটি ২২ লাখ রুপি। তৃতীয় অবস্থানে কুতুব মিনার। এর আয় ১০ কোটি ১৬ লাখ রুপি। এর পরের অবস্থানে হুমায়ূনের সমাধি। আয় ৭ কোটি ১২ লাখ রুপি। রেড ফোর্টের (লাল কেল্লা) আয় ৬ কোটি ১৫ লাখ রুপি।
ফতেহপুর সিক্রি আয় করে ৫ কোটি ৬২ লাখ রুপি। ইলোরা অজন্তা গুহা থেকে আয় ৩ কোটি ৬ লাখ এবং মহাবলিপুরম থেকে আয় ২ কোটি ৭২লাখ রুপি। হাম্পি, কর্ণাটক থেকে ১ কোটি ৫৭ এবং গোলকুন্ডা দূর্গ থেকে ভারত আয় করে ৯২ লাখ রুপি।

আরো সংবাদ