AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন জনপ্রিয় ‘ইত্যাদি’র কৌতুক অভিনেতা নিপু

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৮ - ২০১৪ | ১১: ৫৪ অপরাহ্ণ

Pic

এমদাদুর রহমান মিলাদ : বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন বিটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র কৌতুক অভিনেতা মোহাম্মদ শওকত আলী তালুকদার নিপু। তিনি গত বৃহস্পতিবার দুপুর ১১টায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে আসেন এবং প্রায় ৩ ঘন্টা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাঠান।
এসময় হল রোমে বিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নিপু বিভিন্ন কৌতুক উপস্থাপন করেন। এতে উপস্থিত ছাত্রছাত্রীরা খুবই আনন্দ উপভোগ করে।
জানা গেছে, বিশ্বনাথের এক প্রবাসী বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে ৪দিন আগে সিলেটের আসেন মোহাম্মদ শওকত আলী তালুকদার নিপু। সিলেট শহরে তিনি বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেকব ফারুক আহমদ এর বাসা অবস্থান করেন এবং লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমদ কুব্বারের আমন্ত্রণে তিনি বিদ্যালয়ে আসেন।
এব্যাপারে মোহাম্মদ শওকত আলী তালুকদার নিপু বলেন, আমি বিটিভি’র জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশে পরিচিত হয়েছি। আর কৌতুক অভিনয় করে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। তিনি বলেন, এই লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সাথে কিছুটা সময় কাঠাতে পেরে আমার খুবই ভাল গেছে। আগামীতে উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে তিনি আসবেন বলেও জানান।

 

আরো সংবাদ