AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আবার আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা!

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৮ - ২০১৪ | ৯: ২০ অপরাহ্ণ

442804 heroa 33181 300x190

442804_heroa_33181-300x190সম্ভাবনা নেই বললেই চলে। এমনটি আবার হতে পারে- সেটাও কেউ ভাবছে বলে মনে হয় না। কিন্তু ম্যারাডোনা সবাইকে অবাক করে বলে বসলেন, ‘ব্রাজিল দ্ঙ্গুাকে দ্বিতীয়বার ডাকতে পারলে. আর্জেন্টিনা আমাকে কেন নয়?’

কয়েকদিন আগে আর্জেন্টিনা বোর্ড প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনা মারা গেছেন। তার সঙ্গে আবার ফুটবল ঈশ্বরের সম্পর্ক অতটা ভালো ছিল না। তবে কি গ্রন্দোনা চলে যাওয়ার পর এই গোপন অভিলাষ মাথাচাড়া দিয়ে উঠল ম্যারাডোনার মনে?

ম্যারাডোনা দাবি করেছেন, দুঙ্গা প্রস্তাব পেতে পারলে, তারও পাওয়া উচিত, ‘আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি। ব্রাজিল দুঙ্গাকে ডাকলে আর্জেন্টিনা আমাকে কেন ডাকবে না?’

‘যাই হোক আমি দ্বুাইতে ভালোই আছি। কোচ হওয়ার জন্য কারো সামনে আমি হাঁটুগেড়ে বসব না।’ বলেছেন দুবাইতে অবস্থানরত ম্যারাডোনা।

ম্যারাডোনা ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের দায়িত্ব পালন করেন। ব্যর্থ একটা বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি। দুঙ্গাও ওই বিশ্বকাপে ব্রাজিল দলের কোচ ছিলেন। তার পরিণতিও একই ছিল। এবার নিজেদের দেশে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়ে স্কলারির বদলে তাকে আবার নিয়োগ দিয়েছে ব্রাজিল।

আরো সংবাদ