Search
Close this search box.

লঞ্চডুবির পাঁচ দিন পর একজন জীবিত উদ্ধার

Facebook
Twitter
WhatsApp

image_114822.1a38-300x191লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনার পাঁচ দিন পর মো. সরোয়ার (২৬) নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পদ্মার একটি চর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সরোয়ারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।
মাওয়া ঘাটে স্থাপিত কন্ট্রোল রুম থেকে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান বলেন, সরোয়ার দাবি করেছেন তিনি পাঁচ দিন ভেসে থাকার পর এলাকাবাসী একটি চর থেকে তাকে উদ্ধার করেন। তবে আমরা এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত করতে পারছি না। তিনি এখন নৌবাহিনীর হেফাজতে আছেন।

তিনি জানান, তবে সরোয়ার যেহেতু দাবি করেছেন ‍তাই বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। তিনি সত্যিই ওই লঞ্চের যাত্রী ছিলেন কিনা তা পরে তদন্ত করে তা জানানো হবে।

সরোয়ার পুলিশকে জানিয়েছেন, তিনি গত পাঁচ দিন ভেসে ছিলেন, কিছুই খাননি। অজ্ঞান অবস্থায় একটি চরে এসে ঠেকলে এলাকাবাসী তাকে উদ্ধার করেন। এদিকে সরোয়ারকে নিয়ে পিনাক-৬ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত