AM-ACCOUNTANCY-SERVICES-BBB

যুক্তরাজ্যে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স এর সামার ট্রিপ সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৮ - ২০১৪ | ২: ২৪ পূর্বাহ্ণ

AIT picture

যুক্তরাজ্য সংবাদদাতা : এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো সংগঠনের সদস্যদের পরিবার পরিজন নিয়ে বার্ষিক সামার ট্রিপ সম্পন্ন হয়েছে। গত ৬ আগষ্ট বুধবার পূর্ব লন্ডনের এআইটির অফিস সার্ট্রন স্ট্রিট থেকে কোচে করে সাউথএন্ড সীসাইডে যাওয়া হয়। এতে প্রায় ৫০জন সদস্য তাদের পরিবার নিয়ে অংশনেন।

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের চেয়ারপার্সন মাওলানা হেলাল উদ্দীন আহমদ সার্বিক তত্ত্বাবধানে সামার ট্রিপে কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন জয়েন্ট সেক্রেটারী মাওলানা সালেহ ভূইয়া। তাদের সাথে সহযোগীতা করেন হাফিজ কামরুজ্জামান, সাহেদ আহমদ, জাবের আহমদ, শেখ মনোয়ার হোসেন।

এসময় সংগঠনের সদস্যগন সাউথএন্ড সীসাইডে পরিবারের সদস্য ও শিশু কিশোরদের নিয়ে পানিতে সাতার কাঁটাসহ, বিভিন্ন ধরনের রাইডে অংশনেন। পরে সন্ধ্যায় এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স এর নেতৃবৃন্দ ইষ্ট লন্ডনে ফিরে আসেন। আসার পথে সংগঠনের সদস্যগন এধরনের ভিন্ন আঙ্গিকে ইনজয়েবল ট্রিপ আয়োজনের জন্য নব নির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর ট্রিপ আয়োজনের অনুরোধ জানান। সংগঠনের নেতৃবৃন্দ আগামীতে ইস্তামবুলে ট্রিপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। কমিটির চেয়ারপার্সন মাওলানা হেলাল উদ্দীন আহমদ সামার ট্রিপ সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং ট্রিপে অংশ নেয়ার জন্য সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে আগামী ২৬ আগষ্ট মঙ্গলবার স্থানীয় ফোর্ডস্কায়ার মসজিদে অনুষ্ঠিতব্য সামার চিল্ড্রেন কম্পিটিশনে সবাইকে শিশু-কিশোরদের নিয়ে অংশ নিতে কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ