
সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৭ - ২০১৪ | ৭: ০৩ অপরাহ্ণ | সংবাদটি 479 বার পঠিত

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। গেজেট প্রকাশের তারিখ দেয়া আছে ৬ আগস্ট, ২০১৪।
গেজেটে বলা হয়েছে, এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
গত সোমবার সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিসভা এ নীতিমালার অনুমোদন দেয়।
জাতীয় সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হলেও কবে তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ নেই। বরং বলা হয়েছে, কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেবে।

