বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মুশফিক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

musfik_277617805স্পোর্টস ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার বাবা মাহাবুব হামিদ এ বিয়ষটি নিশ্চিত করেছেন।

মুশফিকের হবু বউয়ের নাম জান্নাতুল কিফাইয়াত। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএ’তে লেখাপড়া করছেন। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। মন্ডি জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের আপন শ্যালিকা। সেই সূত্রে ভায়রা ভাই হিসেবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হচ্ছেন মাহমুদুল্লাহ এবং মুশফিক।

৪ ভাই ও ১ বোনের মধ্যে মুশফিক তৃতীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ইতিহাস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন মুশফিক।

মুশফিকের বাবা জানান, ‘গত বছর ২৬ অক্টোবর মুশফিকের সঙ্গে মন্ডির বাগদান সম্পন্ন হয়। প্রায় এক বছর পর ২৭ সেপ্টেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এর আগে ২৪-২৫ তারিখে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪