AM-ACCOUNTANCY-SERVICES-BBB

শুরু হয়েছে আশরাফুলের আপিল শুনানি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৭ - ২০১৪ | ১২: ৪৫ পূর্বাহ্ণ

35424_224

৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার মো. আশরাফুল। বিপিএল-এ ফিক্সিংয়ের দায়ে বিসিবি গঠিত ট্রাইব্যুনাল তার এই শাস্তি ঘোষণা করে। তবে শেষ পর্যন্ত শাস্তি পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনালের কাছে আপিল করেন আশরাফুল। অবশ্য ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী ও লঙ্কান ক্রিকেটার কৌশল লুকারাচ্চিও আপিল করেছেন। গতকাল ছিল ট্রাইব্যুনালের সেই আপিল শুনানির প্রথম দিন। শুনানির প্রথম দিন বিশেষ কোন কিছু না হলে হলে বিজ্ঞ বিচারক শুনানির পরবর্তী দিন ধার্য করেন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে সেদিনই চূড়ান্ত রায় হয়ে যেতে পারে বলে জানা গেছে। এই বিষয়ে  মোহাম্মদ আশরাফুলের আইনজীবী খালেদ হামিদ চৌধুরী জানিয়েছেন, ‘আজ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান কিছু প্রশ্ন করেছেন। কিছু বিষয় তার জানানো প্রয়োজন ছিল। আমরা আপিল করেছি মোহাম্মদ আশরাফুলের সাজাটা অতিরিক্ত হয়ে গেছে; তার সাজাটা যেন পুনর্বিবেচনা করা হয়।  কেননা আশরাফুল শুরু থেকেই ট্রাইব্যুনালকে সহযোগিতা করে আসছিলেন; তাই তার শাস্তি অবশ্যই কমানো উচিত বলে মনে করি। তবে আপিলের রায়ে সন্তুষ্ট না হলে পরবর্তীতে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও আপিল করতে পারবেন ভুক্তভোগীরা।’ অন্যদিকে শিহাব  চৌধুরী,  মোশাররফ  হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিনের আইনজীবী নওরাজ এমআর চৌধুরী প্রাথমিক শুনানি শেষে বলেন, ‘আমরা আবেদন করেছি শিহাব  চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে। এছাড়া রুবেল এবং রবিনের পক্ষে যে রায় হয়েছে তা যেন পরিবর্তন না করা হয়।’ গত ১৮ই জুন স্পট ফিক্সিংয়ের জন্য গঠিত ট্রাইব্যুনাল রায়  ঘোষণা করেছে। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নেয়া আশরাফুলকে ৮ বছরের জন্য ক্রিকেট  থেকে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও  দিতে হবে  তাকে। এছাড়া বিপিএল’র দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব  চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করার সঙ্গে ১০ বছরে জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ট্রাইব্যুনাল ও শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল লুকারাচ্চিকে ১৮ মাস ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আরো সংবাদ