বিশ্বনাথে হামলার অভিযোগে মামলা দায়ের ॥ আটক ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মামলা-300x214বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বুধবার সকালে উপজেলার বড় খুরমা গ্রামের মৃত আজর আলীর পুত্র প্রবাসী আলকাছ আলী বাদি হয়ে ৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৬। মামলার আসামিরা হলেন-বিশ্বনাথ উপজেলার বন্দুয়া গ্রামের সমসর আলীর পুত্র ফারুক আহমদ (৩৫), তার ভাই খছরু আহমদ (৩২), ফজলু আহমদ (৩০), ফয়ছল আহমদ (২৫), একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুর রিয়াজ (৩৫)। মামলা দায়েরের পরপরই বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলেন-ফয়ছল আহমদ। তাকে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানায়।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, তিনি প্রবাসে থাকায় তার বেশীর ভাগ জায়গা সম্পত্তি অন্য লোকের কাছে বর্গা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় বন্ধুয়া মৌজার ৬৫ নং জেএল এর ১৬৪ নং খতিয়ানের ৩৯০ ও ৩৯১ হাল দাগের ৩৬ শতক ভূমি আসামীদের কাছে বিগত ৭/৮ বছর যাবৎ বর্গা দিয়েছিলেন। বছর খানেক পূর্বে বর্গার মেয়াদ শেষ হওয়ায় আসামিদের কাছ থেকে বর্গাকৃত ভূমি ফেরত এনে চাষাবাদের উদ্যোগ নেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে বাদির ক্ষতি সাধন করে আসছেন।
এজাহারে আরো উল্লেখ রয়েছে, আসামিরা গ্রাম্য শালিশ বৈঠকের বিচার অমান্য করে মঙ্গলবার দুপুর ১২টায় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তারা উক্ত ভূমিতে অনধিকার প্রবেশ করতঃ বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বাদি আসামিদের বাধা প্রদান করলে আসামীরা বাদির উপর হামলা করে আহত করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। আসামিরা চলে যাওয়ার সময় ঘটনাস্থ থেকে কর্তনকৃত দুটি গাছ চুরি করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন মামলার সত্যতা স্বীকার করে বলেন, মামলার এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪