AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিয়ের আগেই হানিমুন!

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৫ - ২০১৪ | ৭: ০২ অপরাহ্ণ

35134 soha

35134_sohaবিনোদন ডেস্ক : ক’দিন আগেই বলিউড অভিনেত্রী সোহা আলী খানের সঙ্গে আংটি বদল হয়েছে অভিনেতা কুনাল খেমুর। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পায়। তাদের সম্পর্কের ঘোর বিরোধিতা করেছিলেন সোহার মা অভিনেত্রী শর্মিলী ঠাকুর ও ভাই অভিনেতা সাইফ আলী খান। সোহাকে কয়েক দফা বুঝিয়েও এই সম্পর্ক থেকে পিছু হটানো যায়নি। শর্মিলী ও সাইফ সব সময়ই বলে এসেছেন, নবাব পরিবারের জামাই হওয়ার কোন ধরনের যোগ্যতাই নেই কুনালের। অবশেষে সোহার ভালবাসারই জয় হয়েছে। এই আংটি বদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা শর্মিলী ঠাকুর। তবে সাইফ সেখানে উপস্থিত ছিলেন না। সেই অনুষ্ঠান থেকেই ঘোষণা আসে খুব শিগগিরই বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন তারকা জুটি সোহা ও কুনাল। তবে নতুন খবর হচ্ছে, বিয়ের আগেই গায়েব হয়ে গেছেন তারা। বেশ কয়েকদিন ধরেই মিডিয়া এমনকি বন্ধুবান্ধব থেকে পর্যন্ত আড়াল রয়েছেন সোহা ও কুনাল। জানা গেছে, আংটি বদলের পর পরই তারা উড়াল দিয়েছেন ব্যাংককে। সেখানে ছুটি কাটাতে গিয়েছেন তারা। অনেকেই বলছেন, বিয়ের আগেই যেন এই সফরের মাধ্যমে হানিমুন পালন করছেন তারা। না হয় এই বিষয়টি লুকানোর কি দরকার ছিল! সোহার পরিবারের পক্ষ থেকেও এই সফরটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে সেখান থেকে কারও সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখছেন না সোহা ও কুনাল। মিডিয়া থেকে দূরে থেকে খানিক ঘনিষ্ঠ সময় কাটানোর জন্যই তাদের এমন গোপন সফর ও অভিসার। কুনালের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ব্যাংককে একটা সুন্দর ও একান্ত সময় কাটাতেই সোহা ও কুনাল এমনটি করেছেন। সেখানে তারা সপ্তাহখানেক থাকবেন। এরপর তারা দেশে ফিরলেই বিয়ের ঘোষণা আসতে পারে দুই পরিবারের পক্ষ থেকে।

আরো সংবাদ