মিজানুর রহমান মিজান : ধনে-জনে আলোকিত বিশ্বনাথ একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিভিন্ন ক্ষেত্রে এ উপজেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। সাহিত্য সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্বনাথের সুদীর্ঘ দিনের ঐতিহ্যের ধারাকে অব্যাহত রাখতে “বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম” প্রকাশ গুরুত্ব ও সাহসী কর্মকান্ডের অংশ বিশেষ। বিশ্বনাথ থেকে ছাপার অক্ষরে পত্রিকা প্রকাশের ইতিহাস বেশ সমৃদ্ধ হলে ও অন লাইন পত্রিকা হিসেবে এটি প্রথম। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এ সময় মনে হয় অন লাইন পত্রিকাগুলি ভবিষ্যতের প্রতিনিধিত্বকারী রুপে বিবেচিত হবে। সুতরাং পত্রিকাটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অধিক বলে বিবেচিত। তাছাড়া এ জাতীয় পত্রিকার ক্ষেত্রে বিশ্বনাথের প্রতিনিধিত্বকারী রুপে ও গণ্য। তাই সর্বক্ষণ পত্রিকা পরিবারের সতর্কতা অবলম্বন, সচেতনতা, সচেষ্ট ভুমিকা পালন অপরিহার্য। ভবিষ্যত অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্তের পাশাপাশি পত্রিকা পরিবার, শুভানুধ্যায়ী ও পাঠকমহলকে অগ্রে জানাই ফুলেল শুভেচছা ও আন্তরিক অনুপম ভালবাসা।
সংবাদ পত্র রাষ্ট্্েরর চতুর্থ স্তম্ভ বলে স্বীকৃত। মানুষ আয়নায় নিজের চেহারা দেখে হয় অভিভুত। পত্রিকার মাধ্যমে অনুরুপ সমাজ ,এলাকার সঙ্গতি-অসঙ্গতি, উন্নতি-অবনতি, সফলতা-ব্যর্থতা ইত্যাদি প্রস্ফুটিত হয়ে উঠে। তা সত্যিকার অর্থে অনুধাবনার্থে প্রতিকার গ্রহণ পূর্বক সচেষ্ঠ ভুমিকা পালনের মাধ্যমে সমাজ পরিবর্তনের, উন্নয়নের পথে যায় এগিয়ে। এক্ষেত্রে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডট কম বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে, সচিত্র প্রতিবেদন তুলে ধরে বিশ্বনাথ উপজেলাকে একটি আদর্শিক , মডেল উপজেলায় উন্নীতকরণে সহায়ক ভুমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারন সমাজ ও পারিপার্শ্বিক ভাল কাজকে পাশ কাটিয়ে চলা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। পরিপূর্ণ সমাজ সচেতন একজন মানুষ তার জীবনের একটি অংশকে সমাজ দর্পণে সুসাহিত্য রুপে গ্রহণ করে। সাহিত্য হচ্ছে মানব জীবনের স্পষ্ট প্রতিচ্ছবি। উদ্ভাসিত রুঢ় সত্যটাই মানুষের দিক দর্শন। সুতরাং বাস্তব সত্য হচেছ সুন্দর ও সাহিত্য একে অপরের পরিপূরক। সাহিত্য সৃজনশীল কর্ম প্রচেষ্টার এক নির্ভেজাল হৃদয় বৃত্তি। অতএব পত্রিকা প্রকাশ প্রতিটি এলাকার জন্য গর্বের বিষয়বস্তুতে পরিগণিত। এদিকে পত্রিকা প্রকাশকরা সহজ। কিন্তু তাকে ঠিকিয়ে রাখা অত্যন্ত দুরুহ ব্যাপার। অনেক বন্ধুর পথ পাডি দিয়ে একটি পত্রিকাকে ইপ্সিত লক্ষ্যে পৌছতে হয়, এগিয়ে যেতে হয়। এক্ষেত্রে বিশ্বনাথের আবাল-বৃদ্ধ-বণিতার পাশাপাশি সমাজ সচেতন ব্যক্তিদের সহযোগিতা একান্ত অপরিহার্য। কারন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের সমাজেরই প্রয়োজনে পত্রিকা পরিবারকে উৎসাহ, উদ্দীপনা ও সহযোগিতা করা উচিত। পত্রিকা প্রকাশনার কাজ, পথ কঠিন জেনে ও কতিপয় সহযোগি তরুণদের উদ্যমী সহযোগিতা নিয়ে দীপ্ত এ পথ চলাকে সাধুবাদ জানাতেই হয়। পত্রিকাটি সুস্থ ও সুন্দর সাংবাদিকতা চর্চা অব্যাহত রেখে সাংবাদিক সমাজের মর্যাদা ও অবস্থানকে আরো সুসংহত , সমুন্নত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম পত্রিকাটি অনুজ প্রতীম এমদাদুর রহমান মিলাদ’র সম্পাদনায় বিশ্বনাথ উপজেলা সদর থেকে সবেমাত্র প্রকাশিত হয়েছ।েপত্রকিাটি সুন্দর ভাবে সাজানো হয়ছে।ে এতে স্থান পাচ্ছে অনেক অজানা তথ্য। সম্পাদকের সম্পাদনায় কিছুটা মুন্সিয়ানার ছাপ বিদ্যমান। বিশ্বনাথের কীর্তিমানদের কীর্তি গাথাঁ নতুন প্রজন্মের কাছে তুলে ধরে আরো কীর্তিমান তৈরীর , গড়ে তোলার পথ হোক প্রশস্থ এ প্রত্যাশা আমার হৃদয়জ। বিশ্বনাথের প্রাচীন ও ঐতিহ্যমন্ডিত ইতিহাসকে সঠিক ভাবে উপস্থাপিত করার প্রয়াস অব্যাহত রাখার দাবী জানাচিছ সবিনয়ে। বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডট কম’র প্রতিটি পাতায় পাতায় ধবনিত হোক বিশ্বনাথের অতীত, বর্তমান ও ভবিষ্যত ইতিহাসের উপাদানে সমৃদ্ধ। প্রার্থনা করি মহান আল্লাহর দরবারে করজোড়ে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডট কম তার অভিষ্ট লক্ষ্যে পৌছুক অপ্রতিরোধ্য ও দুরন্ত গতিতে। পত্রিকাটি হয়ে উঠুক সমাজ পরিবর্তনের হাতিয়ার রুপে এ রইল প্রত্যাশা।