বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Pic1বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা কে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হল রুমে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা।

উপজেলা পরিষদের সিও ছাদেক আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ-নুর উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নজরুল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা খাইরুল আমীন, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন,  দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ছাতির, বিআরডিবি চেয়ারম্যান সিরাজ খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য নুর উদ্দিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভা শেষে বিদায়ী অতিথিকে উপজেলা পরিষদ, ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও নারী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪