AM-ACCOUNTANCY-SERVICES-BBB

যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন দূত র‌্যাপ ঢাকায়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৪ - ২০১৪ | ১: ০৩ অপরাহ্ণ

image 92919 0

image_92919_0ঢাকা: যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপ তিনদিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন।

সকালে ঢাকায় এসেই তিনি ধানমণ্ডির ২৭ নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে যান। সেখানে তদন্ত সংস্থা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন।
মার্কিন বিশেষ দূত হিসেবে স্টিফেন জে র‌্যাপের এটি পঞ্চম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকালে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করবেন।
এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন।

আরো সংবাদ