AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৩ - ২০১৪ | ১০: ৫৩ অপরাহ্ণ

অধিকাংশ বিদ্যালয়ে রয়েছে ভবন ও আসবাবপত্র সষ্কট

pic

ফাইল ছবি

এমদাদুর রহমান মিলাদ : বিশ্বনাথ উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন রয়েছে অধিকতর ঝুঁকিপূর্ণ। এসমব জরাজীর্ণ মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন ক্লাস করতে হচ্ছে শতশত শিক্ষার্থীকে। এছাড়া উপজেলার অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ভবন ও আসবাবপত্রের সষ্কট।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলায় সর্বমোট ১২৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ১৩টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। যেসব বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে সেগুলো হলো- হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দেওকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলংকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরেরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মটুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছহিফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে রয়েছে ভবন ও আসবাবপত্র সষ্কট। এসব বিদ্যালয়ের পুরাতন ভবনগুলো ঝুঁকিপূর্ণ। রয়েছে সেনিটেশন সমস্যাও।
অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত ১৩টি বিদ্যালয়ের ভৌত অব কাঠামো উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য চলতি বছরের ২৭ এপ্রিল উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত প্রতিবেদ প্রেরণ করা হয়েছে বলে বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’কে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস।

আরো সংবাদ