AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গাজার শিশুদের বাঁচতে দাও : ১০ বছরের আহত শিশুর আর্জি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১ - ২০১৪ | ৬: ৫৮ অপরাহ্ণ

58282 gaza child

58282_gaza-childআল শিফা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৬ বছরের নুর। তার পাশের বিছানায় ৪ বছরের খালেদ, ইয়ামিন। এই হাসপাতালেই গত কয়েক দিনে মারা গেছে তাদেরই মতো প্রায় ৫০০ শিশু।

পোড়া জিভ নিয়ে এখানেই ভর্তি ৬ বছরের মরজুব মুসা এল ভান। সারাদিনই হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ। ত্রিপলে জড়ানো ৭ বছরের আবদুল্লাহ সামারলার ছোট্ট শরীর ভেসে যাচ্ছে রক্তে।

এদের মধ্যেই শরীরে গভীর পোড়া, ভাঙা হাত নিয়ে মায়ের পাশে শুয়ে ১০ বছরের মুহম্মাদ আলালিয়া। একটি টিভি চ্যানেলকে আহত ঠোঁট নেড়ে অতি কষ্টে বললো- গাজা স্বাধীনভাবে বাঁচতে পারছে না দেখে আমার কষ্ট হয়। আমি আশা করি গাজার শিশুরা স্বাধীনভাবে বাঁচবে। বিশ্বের কাছে আমার আর্জি, গাজার শিশুদের বাঁচার আধিকার দাও তোমরা। কেন তাদের এই অধিকার নেই? কেন তারা বাকি বিশ্বের মতো স্বাধীনভাবে বাঁচতে পারবে না?

Aminul Haque scaled