AM-ACCOUNTANCY-SERVICES-BBB

‘কেউ রেহাই পাবে না’- সংসদে প্রধানমন্ত্রী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩ - ২০১৪ | ১০: ৫৬ অপরাহ্ণ

30695 hasina2

30695_hasina2প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই বলেন, দেশে সুশাসন নেই। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশে সুশাসন না থাকলে গণতন্ত্র অব্যাহত থাকতো না। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলছি। তবে কিছু কিছু বিছন্ন ঘটনা ঘটছে। যেমন ফেনী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুরে। তবে সরকার কিন্তু বসে নেই। অপরাধীরা ধরা পড়ছে। তাদের বিচার শুরু হয়েছে। বিচার হবে। আইন তার আপন গতিতেই চলবে। কেউ রেহাই পাবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, আমার চোখে অপরাধী-অপরাধীই। সে যেই হোক না কেন তার বিচার হবেই হবে। আমরা যা বলি তাই করি। আইন তার আপন গতিতে চলবে। অপরাধীদের বিচার হচ্ছে, হবে। দেশ চলবে সংবিধান অনুযায়ী। কাউকে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক খেলাধুলা হয়েছে, আর নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির উদ্দেশ্য ছিল নিরীহ মানুষ হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল করে দেশ ও গণতন্ত্রকে ধ্বংস করা। সেজন্য ৫ জানুয়ারির নির্বাচন বানচালের জন্য তারা পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছিল। এর মধ্যে নির্বাচন কমিশন একটি নির্বাচন করেছে। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডকে দমন করে আমরা গণতন্ত্রকে সুসংহত করেছি, দেশের অর্থনীতির চাকা সচল রেখেছি। ইন্ডিয়ান এক্সপ্রেসে খালেদা জিয়ার সাক্ষাৎকার সম্পর্কে তিনি বলেন, তিনি বিদেশি পত্রিকায় বক্তব্য দেন। কিন্তু নিজের চেহারা দেখেন না। তিনি সাক্ষাৎকার দিয়েছেন, নাকি নিজে লিখেছেন, জানি না। তবে ছাপা হয়েছে সাক্ষাৎকার আকারে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নাকি কিছু করেনি। উনিই নাকি সব কিছু করেছেন। কিন্তু উনি কী করেছেন, তা তো দেশের মানুষ জানে। সংখ্যালঘুদের জন্য তিনি মায়া কান্না করছেন। হত্যা, খুন আর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দোষ চাপিয়েছে আওয়ামী লীগের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। দক্ষিণ এশিয়ার সবার সঙ্গে সুসম্পর্ক গড়াই আমাদের পররাষ্ট্র নীতি। ভারতের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত মামলার রায় রায় চলতি সপ্তাহে দেয়া হবে।

আরো সংবাদ