AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সংসদে এরশাদের কবিতা পাঠ ‘‘আমাদের যাত্রা হলো শুরু…গড়তে চাই প্রাণের বাংলাদেশ’’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩ - ২০১৪ | ১০: ৪৩ অপরাহ্ণ

30694_ersad

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নিজের সমাপনী বক্তব্যে স্বরচিত কবিতা পাঠ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কবিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের মানুষের শান্তি ও স্বস্তি চেয়েছেন তিনি। নিজের লেখা ‘আমাদের যাত্রা হলো শুরু…গড়তে চাই প্রাণের বাংলাদেশ’ শীর্ষক কবিতা পাঠ করেন সাবেক এই সামরিক শাসক। এতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সহাস্যে হাততালি দেন। সংসদ অধিবেশন কক্ষেও ছড়িয়ে পড়ে হাসির রোল। এরশাদ বলেন, বঙ্গবন্ধুকন্যা হিসেবে আপনি যা খুশি করেন, আমরা এতে সমর্থন জানাবো। আওয়ামী লীগের কারণে বিএনপি-জামায়াতের উত্থান হয়েছে বলে দাবি করেন এরশাদ। তিনি বলেন, আগের অতীতে কবর দিতে চাই। তখন ১৫ দল ও ৭ দলের চুক্তি অনুসারে আমি ক্ষমতা ছেড়ে দিই। কিন্তু সে চুক্তি মানা হল না। আমাকে জেলে দেয়া হল। নেতাকর্মীদের জেল হলো, আমাদের ওপর অবিচার করা হলো। এ অবিচার কিছুতেই ভুলতে পারি না। সে সময়ের নির্বাচনে জাতীয় পার্টিকে সমান সুযোগ দিলে বিএনপি-জামায়াতের সৃষ্টি হত না বলে দাবি করেন তিনি।

আরো সংবাদ