AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রেমিটেন্স কমেছে ২৩৩.৬৩ মিলিয়ন ডলার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩ - ২০১৪ | ১০: ৩৯ অপরাহ্ণ

51278_REmettiecne

পরপর তিন অর্থবছরে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি অব্যাহত থাকার পর গত ২০১৩-১৪ আর্থিক বছরে (অর্থবছর ১৪) রেমিটেন্স প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
দেশে ২০১৪ অর্থবছরে রেমিটেন্স এসেছে ১৪২২৭.৫১ মিলিয়ন (১৪.২২ বিলিয়ন ডলার) ডলার। যা ২০১২-১৩ অর্থবছরের (অর্থবছর ১৩) অর্জিত রেমিটেন্স ১৪৪৬১.১৪ মিলিয়ন (১৪.৪৬ বিলিয়ন ডলার) ডলারের চেয়ে ২৩৩.৬৩ মিলিয়ন ডলার অথবা ১.৬১ শতাংশ কম। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক (বিবি) প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়।
প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮২১.৭২ মিলিয়ন ডলার, সরকারি মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৪৩১.০১ মিলিয়ন ডলার, বাংলাদেশে বিদেশী ব্যাংকগুলোর ১৭.১৪ মিলিয়ন ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬.৫০ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকে রেমিটেন্স এসেছে ৩১৩.৬১ মিলিয়ন ডলার। এরপরেই রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪৯.৩২ মিলিয়ন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৪১.৫৩ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।
দেশে ২০১০-২০১১ আর্থিক বছরে (আর্থিক বছর ১১) ১১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১১-১২ আর্থিক বছরে (অর্থবছর ১১) রেমিটেন্স এসেছে ১২.৮৪ বিলিয়ন মার্কিন ডলার।
বিবি’র সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, প্রবাসী বাংলাদেশীরা গত জুনে ১২৮৬.৩৭ মিলিয়ন ডলার পাঠিয়েছে। মার্চে এই রেমিটেন্সের পরিমাণ ছিল ১২৪৪.৬২ মিলিয়ন ডলার।
স্বাভাবিক অবস্থায় যে সব দেশে বাংলাদেশে জনশক্তি বেশী যায়, সে সব দেশের কয়েকটিতে অস্থিরতার কারণে গত বছর জনশক্তি রফতানি মন্দা হওয়ায় পূর্ববতী বছরের তুলনায় রেমিটেন্স প্রবাহ কিছুটা কমেছে। এছাড়াও অনেক দেশে মন্দার কারণে অনেক কোম্পানী বিদেশী শ্রমিকদের বেতন ভাতা কমানোর ফলে রেমিটেন্স হ্রাস পায়।
সূত্র : বাসস।

আরো সংবাদ