AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ইলিয়াসের বাড়িতে এমপি এহিয়া

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩০ - ২০১৪ | ৭: ২৯ অপরাহ্ণ

Pic24

Picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানায় গিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তিনি বুধবার বেলা ২টায় ইলিয়াস আলীর বাড়িতে যান।

ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনার সাথে প্রায় ১ঘন্টা ব্যাপী আলাপ-আলোচনা করেন এমপি ইয়াহইয়া চৌধুরী। এসময় ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সাথে দেখা করে দোয়া ও ইলিয়াস পরিবারের খোজখবর নেন তিনি।

ইলিয়াস আলী নিখোঁজের পর এই প্রথম তাঁর বাড়িতে ইয়াহইয়া চৌধুরীর আগমণ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টিকে বিশ্বনাথের সাধারন মানুষ পজেটিভ দেখলেও সরকারদলীয় অনেকেই সমালোচনা করেছেন।

সূত্র জানায়, লুনার সাথে এমপি এহিয়ার দীর্ঘ ১ঘন্টা ব্যাপী আলোচনায় ইলয়াস পরিবারের খোঁজখবরের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক বিষয়েও আলাপ আলোচনা হয়েছে।

এব্যাপারে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, আমি ইলিয়াস পরিবারের খোঁজখবর নিতে ও তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ইলিয়াস আলীর বাড়িতে গিয়েছিলাম। তিনি বলেন, ইলিয়াস আলী যেখানেই থাকেন না কেন তিনি ভাল থাকুন এবং সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে আসুন এটা আমার প্রত্যাশা, জনগণের প্রত্যাশা।

আরো সংবাদ