AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সন্তানদের নিয়ে ইলিয়াস বিহীন ৫ম ঈদ পালন করলেন লুনা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৯ - ২০১৪ | ১০: ৪৮ অপরাহ্ণ

pic

এমদাদুর রহমান মিলাদ : নিখোঁজ বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানায় তার মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সাথে ঈদ করেছেন ইলিয়াসের সহধর্মিনী ও সিলেট জেলা বিএনপি’র সদস্য তাহসিনা রুশদী লুনা, ছেলে আবরার ইলিয়াস অর্ণব, নাবিদ সারার ও মেয়ে সাইয়ারা নাওয়াল। প্রতিবারের ন্যায় এবারও গ্রামের বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানেরা ঈদ পালন করলেও ইলিয়াস বিহীন বাড়িতে ছিলনা কোন উৎসবের আমেজ। ইলিয়াস আলী নিখোঁজের পর এবার ৫ম বারের মতো ইলিয়াস বিহীন ঈদ পালন করতে হয়েছে পরিবারের। ঈদের দিন সকাল থেকে দিনভর ইলিয়াসের বাড়িতে ছিলো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড়।
আজ মঙ্গলবার সকালে ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্নব ও নাবিদ সারার ইলিয়াস আলীর হাতে গড়া স্থানীয় রামধানা ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। এরপর থেকেই বিশ্বনাথ-বালগঞ্জ-ওসমানীনগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে এসে তার মা সূর্যবান বিবি ও স্ত্রী তাহসিনা রুশদী লুনার সাথে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ইলিয়াস বিহীন ৫ম ঈদ ঃ ইলিয়াস আলী নিখোঁজের পর এবার ইলিয়াস বিহীন ৫ম ঈদ পালন করলেন তার পরিবার। এবারে ঈদেও ইলিয়াস নেই। তাই ঈদের আনন্দ র্স্পশ করতে পারেনি তার পরিবারকে। প্রতিবছর ইলিয়াস আরী তাঁর জন্ম স্থান বিশ্বনাথের রামধানা গ্রামে ঈদ উদযাপন করতেন। শতশত নেতাকর্মীর পদচারনায় এক দিন আগেই উৎসব মূখর হয়ে উঠতো তার বাড়ি। এবার ঈদের দিন বাড়িটি ছিল নেতাকর্মীদের পদভাবে মুখরিত। কিন্তু তারপরও যেন প্রাণের স্পন্দন নেই, পুরো বাড়ি যেন শ্মশান।
সময় নির্ধারণ ঃ গত রবিবার ঢাকা থেকে গ্রামের বাড়ি বিশ্বনাথের রামধানায় ঈদ উদযাপন করতে সন্তানদের নিয়ে আসেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী লুনা। এ খবর পেয়ে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর সহ সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ইলিয়াসের বাড়িতে ভীড় করেন। তাই নেতাকর্মীদের ভিড়কে সামাল দিতে পূর্ব থেকেই লুনার সাথে সাক্ষাৎ করতে সময় নির্ধারণ করা হয়। আর এ সময় অনুযায়ী নেতাকর্মীরা ঈদের দিন থেকে লুনার সাথে সাক্ষাৎ করতে আসছেন।
লুনা অনেক প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী ঃ অন্যবারের তুলনায় লুনা এবার অনেকটা দৃঢ়তা, প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী।  সাক্ষাৎ করতে আসা নেতাকর্মীদের সাথে আলাপকালে লুনা প্রবল আত্ম-বিশ্বাসের সাথে বলেন, সিলেটের রাজনীতির সিংহ পুরুষ ইলিয়াস আলী বীরের বেশে আবারো জনগণের মাঝে ফিরে আসবেন। লক্ষ লক্ষ মানুষের আশির্বাদ ও ভালবাসা বিফলে থেতে পারে না। নিখোঁজের দীর্ঘ দিন চলে গেল এখনও আমার স্বামীকে ফেরত পাইনি। আমি এখন শুধু আল¬াহর ওপর ভরসা করে আছি। আমার বিশ্বাস তিনি ফিরবেন। এসময় স্বামীর কথা বলতে গিয়ে বারবার আবেগ আল্পুত হয়ে পড়েন লুনা। এসময় লুনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলকে দলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা মনোবল হারাবেন না। ধৈর্য্য ও শৃংখলার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে যান। তার বিশ্বাস এ সরকার পরিবর্তন হলে তিনি স্বামীকে ফিরে পাবেন।
আত্মবিশ্বাসী সূর্যবান বিবি ঃ এখনো ছেলে বাড়ী ফিরে আসবে এই আত্মবিশ্বাস নিয়ে পথ চেয়ে আছেন নিখোঁজ ইলিয়াস আলীর গর্ভধারিনী মা সূর্যবান বিবি। তিনি প্রাই স্বপ্নে দেখনে তার ছেলেকে। আর স্বপ্নের কারণে তিনি অনেক আত্মবিশ্বাসী। কিন্তু তার মা কারো সাথে কোন ছবি উঠতে চাননি। মৃত্যুর ভয় তাকে সব সময় তাড়িত করে। তার বিশ্বাস ছেলে না আসা পর্যন্ত তার মৃত্যু হবে না। তিনি কবে তার ছেলে ফিরে আসবে এই প্রতিজ্ঞায় প্রহর গুণছেন।
রাজনীতিতে লুনার অভিষেক, উজ্জীবিত নেতাকর্মীরা ঃ ইলিয়াস আলী নেতাকর্মীদের মাঝে নেই। তাই সকলের মনে বিরাজ করছে বিষন্নতা। তবোও রাজনীতিতে লুনার সক্রিয়ত ও প্রিয় নেতা নিখোঁজ ইলিয়াস আলীর সহধর্মিনীকে কাছে পেয়ে তার নির্বাচনী আসন বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের নেতাকর্মীরা ফিরে পেয়েছেন প্রাণ চাঞ্চল্য। সকলেই পথ চেয়ে আছেন তাদের প্রিয় নেতা আবারো ফিরে আসবেন সকলের মাঝে। ঈদের দিন লুনার সাথে দেখা করতে আসা নেতাকর্মীরা ইলিয়াস আলী ফিরে আসবে বলে তাদের আত্মবিশ্বাসের কথা জানান। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন, নিখোঁজের দীর্ঘ দিন চলে গেল এখনও আমার স্বামীকে ফেরত পাইনি। আমি এখন শুধু আল¬াহর ওপর ভরসা করে আছি। এসময় স্বামীর কথা বলতে গিয়ে বারবার আবেগ আল্পুত হয়ে পড়েন লুনা। লুনা বলেন, নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে এবং ইলিয়াস আলীর রাজনৈতিক অবস্থান ধরে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি রাজনীতিতে এসেছি। দলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন, আপনারা মনোবল হারাবেন না। ধৈর্য্য ও শৃংখলার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে যান।
প্রসঙ্গত, গত বছরের ১৭ এপ্রিল বাসায় ফেরার পথে ঢাকার বনানী এলাকা থেকে গাড়ি চালক আনছারসহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলী। পরে ঘটনানস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় তার প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। ইলিয়াসের সন্ধানের দাবীতে আন্দোলন করতে গিয়ে ২০১২ সালের ২৩ এপ্রিল বিশ্বনাথে সংঘর্ষে গুলিতে নিহত হয় মনোয়ার, সেলিম ও জাকির।

আরো সংবাদ