AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আনন্দ উৎসবের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে ঈদ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৯ - ২০১৪ | ৩: ৫৯ অপরাহ্ণ

1909818_576365489138959_5244875496775898388_n-300x199

রমজানের রোজার শেষে সাম্য ভ্রাতৃত্বের মহান বাণী নিয়ে সিলেটেও আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সিলেটে ঈদের প্রদান জামাত অনুষ্ঠিত হয় প্রায় সাড়ে ৫শ বছরের প্রাচীন ঈদগাহ ঐতিহাসিক শাহী ঈদগাহে।
সিলেটের বৃহত্তম ঈদগাহ ময়দান শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থমন্ত্রী সহ সিলেটের বিশিষ্ঠজন ঈদের জামাত আদায় করেছেন।

মঙ্গলবার ঈদ জামাতের সাড়ে ৮টার আগেই সাতসকাল থেকেই মুসল্লীদের ঢল নামে ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহ মাঠে। একপর্যায়ে মূল ঈদগাহ মাঠের বাইরেও অসংখ্য মুসল্লী ঈদ জা’মাত আদায় করেন।

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

এদিকে সকাল থেকেই শাহী ঈদগাহ মাঠে ইসলামের বিভিন্ন দিক নিয়ে চলে বয়ান। একইসাথে জিকির-আজগারও ছিল।

ঈদের জা’মাত শেষে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা ও ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর হায়েনাদের কাপুরুষোচিত জঘন্য হামলার হাত থেকে মুসলামনাদের রক্ষা করার জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনার সময় পুরো ঈদগাহ ময়দানে কান্নার রোল ওঠে।

এদিকে ঈদের জা’মাতকে কেন্দ্র করে শাহী ঈদগাহ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সাথে সাথে গোয়েন্দারাও তৎপর ছিলেন ঈদগাহকে কেন্দ্র করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মুসল্লীদের সাথে মিশে গিয়ে কাজ করেছেন গোয়েন্দারা।

আরো সংবাদ