AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৮ - ২০১৪ | ৪: ১৩ পূর্বাহ্ণ

Pic1

প্রায় এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ সমাগত। আজ চাঁদ দেখা গেলে কাল সারা দেশে উদযাপিত হবে মুসলিম সমপ্রদায়ের বৃহত্তম উৎসব ঈদুল ফিতর। এবারের পবিত্র রমজান মাস ২৯ দিনের হলে আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামীকাল সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর ৩০ দিনের হলে মঙ্গলবার চাঁদ দেখা না গেলেও বুধবার ঈদ হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। এ বৈঠকেই চূড়ান্ত হবে ঈদ কাল না পরশু হবে। পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে দেশের প্রায় প্রতিটি ঘরে প্রস্তুতি সম্পন্ন করেছে। সাধ্যমতো সব পরিবারই নতুন জামা-কাপড় কিনেছে। খাবার তৈরির জন্য কেনা হয়েছে সেমাই, চিনি, দুধসহ সুস্বাদু খাদ্যসামগ্রী। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের আগে দরিদ্র লোকদের ফিতরা-জাকাত দিয়ে থাকেন। এবারের সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। ইসলামের বিধান অনুযায়ী ঈদের জামাতের আগেই ফিতরা পরিশোধ করে দিতে হয়। এদিকে গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ করার জন্য রাজধানীর প্রায় অর্ধেক লোক নানা কষ্ট-বিড়ম্বনা উপেক্ষা করে ঘরমুখে ছুটে চলেছেন। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে জীবনকে পূতঃপবিত্র করে গড়ে তোলার সাধনার পর তার পরিপূর্ণতা দিতে মুসলমানরা ঈদ উৎসবে মেতে ওঠেন। আর এ উৎসব আপনজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই মানুষের এ নিরন্তর ছুটে চলা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে ঈদের দিন আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মওসুমি বায়ুর প্রভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এজন্য প্রস্তুতি রাখতে হবে। তবে ভারি বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এজন্য আবহাওয়ার আপাতত কোন সংকেতও নেই।

আরো সংবাদ