AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ঈদের পরদিন বিশাল আয়োজনে বর্ণাঢ্য ‘ইত্যাদি’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৬ - ২০১৪ | ১১: ২২ অপরাহ্ণ

33980_e1

ঈদের আনন্দের সঙ্গে প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। বরাবরের মতো এবারও একটি বিশাল সেটে প্রায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ঈদের ‘ইত্যাদি’। ইনডোর স্টেডিয়ামের প্রায় তিন ভাগের একভাগ স্থানজুড়ে নির্মাণ করা হয়েছিল নান্দনিক সেট। টেলিভিশন অনুষ্ঠানের ক্ষেত্রে এবারই প্রথম দ্বিতল সেট নির্মাণ করা হলো। বর্ণাঢ্য এই সেটে শত শত শিল্পীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটিতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছিল। প্রতিবারের মতো এবারেও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। গান এক হলেও প্রতিবারের মতো এবারও রয়েছে এর চিত্রায়ণে বৈচিত্র্য। দুই মিনিটের এই গানটিতে অংশ নিয়েছেন শতাধিক লোকশিল্পী। যারা সব সময়ই এই মাটি আর শেকড়ের গান করেন। উল্লেখ্য, লোকজ গানের শিল্পীদের দিয়ে এই প্রথম ঈদের এই গানটি চিত্রায়িত হলো। এবারের ঈদের একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। এই পর্বে একসঙ্গে গান গেয়েছেন ৯ জনপ্রিয় সংগীত তারকা। আর তারা হলেন সাবিনা ইয়াসমিন, এ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, শাকিলা জাফর, শুভ্রদেব, নকিব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও এস.আই. টুটুল। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীতায়োজন করেছেন আলী আকবর রূপু। প্রতি ঈদের মতো বিদেশীদের নিয়ে এবারও রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। এ পর্বটিতে পৃথিবীর নানা দেশের প্রায় অর্ধশতাধিক বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন। আর এবারের বিষয়বস্তু ‘কুসংস্কার’। ঈদের ‘ইত্যাদি’র আর একটি ব্যতিক্রমী পর্ব উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনয় তারকা মীর সাব্বির, অপূর্ব, মিলন ও কণ্ঠশিল্পী আগুন। নানান তালে ও সুরে এ ধরনের ব্যতিক্রমী গানে কণ্ঠ দেয়া অত্যন্ত কষ্টসাধ্য হলেও ছন্দে সুরে নির্মিত এ পর্বটিতে শিল্পীরা যার যার চরিত্রে নিজেই কণ্ঠ দিয়েছেন। ঈদের ‘ইত্যাদি’তে সব সময়ই একটি বিশেষ নাচ থাকে এবং প্রতিবারই চেষ্টা করা হয় এই নাচটির মিউজিক, নাচের মুদ্রা, বিষয় এবং চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারের এই নৃত্যে লোকজ সুর এবং পাহাড়ি সংস্কৃতির পরিচিতি বহন করে এমন সুরের মিউজিক দিয়ে দুটি ভিন্ন ধারার নাচকে সমন্বয় করা হয়েছে। এবার ঈদের ‘ইত্যাদি’র এই নৃত্যে অংশগ্রহণ করেছেন শতাধিক নৃত্যশিল্পী, যাদের নৃত্যছন্দ মুগ্ধ করেছে গ্যালারির হাজার হাজার দর্শককে। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ৬ তারকাকে নিয়ে থাকছে তিনটি বিশেষ মিউজিক্যাল ড্রামা। বিদেশ থেকে এসে ঈদের কেনাকাটা নিয়ে ‘স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব’, বিদেশী ও দেশী শাড়ি কেনা নিয়ে ‘ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব’ এবং দেশী পণ্য উপহার দেয়া নিয়ে ‘দুই বন্ধুর দ্বন্দ্ব’। এই নানাবিধ দ্বন্দ্ব নিয়ে তৈরি মিউজিক্যাল ড্রামার তিনপর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী, জয়, দীপা খন্দকার, আরফান, ঈমন ও কুসুম শিকদার। এ পর্বটির সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। প্রতি ঈদের মতো এবারও রয়েছে ব্যাপক আয়োজনে বিষয়ভিত্তিক দলীয় সংগীত। সামপ্রতিক সময়ে আলোচিত কিছু বিষয় নিয়ে তৈরি এবারের দলীয় সংগীতে অংশ নিয়েছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা। এ পর্বের নৃত্য পরিচালনা করেছেন মামুন। সংগীতায়োজন করেছেন মেহেদী। প্রতিবারই ‘ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি দর্শকের হাতে একটি করে বর্ণাঢ্য উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের জন্য ৩ জন দর্শক। নির্বাচিত দর্শকদের সঙ্গে পরবর্তী পর্বে অংশগ্রহণ করেন অভিনেতা পরিচালক জাহিদ হাসান। উল্লেখ্য, ঢাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীর প্রধান সমস্যা যানজট। এই যানজটকে কেন্দ্র করেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাহিদ হাসান নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে তাৎক্ষণিকভাবে তিনটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেন। এ পর্বে আরও উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক (পূর্ব) ইকবাল হোসেন। মামার নিষেধ সত্ত্বেও এবার ঈদেও মওসুমী ব্যবসায়ী ভাগ্নে নতুন ব্যবসার পরিকল্পনা করেছে। কি সেই ব্যবসা? আর ওদিকে নানী-নাতিকে এবার দেখা যাবে স্টুডিওতে দর্শকদের সামনে। এছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রুপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে। ঈদ ‘ইত্যাদি’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন এটিএম শামসুজ্জামান, আতাউর রহমান, নাজমুল হুদা বাচ্চু,  মাসুম আজিজ, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, কে.এস ফিরোজ, আবদুল আজিজ, কিসলু, প্রাণ রায়, জয়রাজ, শিউলী শিলা, আবদুল কাদের, আফজাল শরীফ, শবনম পারভীন, নিপু, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, মামুনুল হক টুটু, লাভলী ইয়াসমিন, শিরিন আলম, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, নিসা, শামীম ও আরও অনেকে। ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা করেছেন যথারীতি মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও এম.জি.এ মামুন। প্রতিবারের মতো এবারেও ছোটপর্দার বড় আকর্ষণ থাকবে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে।

আরো সংবাদ