AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আটক ফিলিস্তিনিদের একসাথে শৃঙ্খলিত করে রেখেছে ইসরাইল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৫ - ২০১৪ | ৮: ১৮ অপরাহ্ণ

57177 gaza

57177_gazaগাজায় নৃশংস আক্রমণকালে আটক ফিলিস্তিনিদের একসাথে শৃঙ্খলিত করে রেখেছে ইসরাইল। একটি ছবিতে দেখা গেছে, তাদেরকে মাথার ওপর হাত তোলা অবস্থায় দুটি লাইনে রাখা হয়েছে। আরেকটি ছবিতে দেখা গেছে, তাদেরকে চোখ বেঁধে শৃঙ্খলিত করে হাঁটানো হচ্ছে। আর সশস্ত্র ইসরাইলি সৈন্যরা তাদের পাহারা দিচ্ছে।
বন্দি লোকজনদের প্রতি ন্যূনতম মানবিক মূল্যবোধ প্রদর্শন করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
এদিকে গাজায় হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে প্রায় ৮০০-এ। এদের মধ্যে শিশু নিহত হয়েছে অন্তত ১৯০ জন। আহত হয়েছে প্রায় পাঁচ হাজার।
জাতিসঙ্ঘ মানবিক সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস বেসামরিক লোকজন অব্যাহতভাবে নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসরাইলি বিমান হামলা থেকে রক্ষা পাওয়া ফিলিস্তিনিদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

Aminul Haque scaled