AM-ACCOUNTANCY-SERVICES-BBB

অপরাধীদের শনাক্ত করতে সিলেট নগরীতে সিসি ক্যামেরা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৫ - ২০১৪ | ৬: ৪১ অপরাহ্ণ

CCTv_dhaka_ec_26266

সিলেট : অপরাধীদের শনাক্ত করতে সিলেট নগরীর প্রাণকেন্দ্রের একাংশকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্টে ১২টি ক্যামেরা বসানো হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটায় এই ক্যামেরাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এখানে বসানো হয়েছে ১২টি ক্যামেরা। এতে ব্যয় হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা। ঈদের পরে আরও ৮টি ক্যামেরা বসানো হবে। এরপর পর্যায়ক্রমে নগরীর পুরো প্রাণকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

সূত্র জানিয়েছে, নগরীর জিন্দাবাজার পয়েন্টে তিনটি, চৌহাট্টা পয়েন্টে চারটি ও জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত পুরো রাস্তায় আরও পাঁচটি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পরীক্ষামূলকভাবে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। ঈদের পরে আরও উন্নত প্রযুক্তির ক্যামেরা বসানো হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যে ছিনতাইকারী, চোর, ডাকাতসহ অপরাধীদের শনাক্ত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে যেকোনো অপরাধীকে সহজেই শনাক্ত করা সম্ভব হবে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই ক্যামেরাগুলোর মনিটরিং করবে সিটি করপোরেশন তত্ত্বাবধানেই। এ জন্যে নগরীর সিটি শপিং সেন্টারের আন্ডারগ্রাউন্ডে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখানে বসেই ১২টি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজর রাখা হবে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত। এই ক্যামেরাগুলোয় দু’মাসের রেকর্ড থাকবে বলেও সূত্র জানিয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, জিন্দাবাজার-থেকে চৌহাট্টা পর্যন্ত সিসি ক্যামেরা লাগানোর কাজে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। শীঘ্রই জেলরোড পয়েন্ট থেকে নয়াসড়ক পয়েন্ট পর্যন্ত সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা চলছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিসি ক্যামেরা লাগানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সিকিউরিটি ম্যানেজড সার্ভিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর খালেদ আকবর চৌধুরীসহ আরও অনেকে।

আরো সংবাদ