AM-ACCOUNTANCY-SERVICES-BBB

শফিক চৌধুরীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে মিছিল-সমাবেশ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৪ - ২০১৪ | ৫: ৪৩ অপরাহ্ণ

24.07.14= 1

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগকারীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ‘স্থানীয় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের’ সম্মের্কে কটুক্তিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৩১ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা পীর সিরাজুল ইসলাম ও ইলিয়াস মুক্তি পরিষদের (বিএনপির সরকারে থাকাকালে) অন্যতম সদস্য এএইচএম ফিরুজ আলীসহ ৭১’র যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক, প্রেতাতœা ও জামায়াত-বিএনপির দোসর ‘আওয়ামী লীগ’ নামধারী স্বার্থনেস্বীরা উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত করার উদ্যোশ্যে ‘স্থানীয় সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের’ বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছেন। আর এর মূল প্রক্রিয়া শুরু হয়েছে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ছয়ফুল হক-ফখরুল ইসলাম মতছিন’কে অবৈধ পন্থায় ‘স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’ বিজয়ী করেননি বলেই। এখন সেই স্বার্থবাদীরা ‘জামায়াত-বিএনপি-জাতীয়পার্টির’ কাছ থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ও উপজেলা আওয়ামী লীগকে বিভক্ত করতে এই মিথ্যা অপপ্রচারের লিপ্ত হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা কৃষকলীগ নেতা বদরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, সদস্য আবদুল আজিজ সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবদুল মোমিন, তজম্মুল আলী, ইলিয়াস মিয়া, ময়না মিয়া, আনোয়ার মিয়া, ছিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, কামরুল ইসলাম সেবুল, ফজর আলী, রফিক মিয়া, সেলিম চৌধুরী, সঞ্চিত আচার্য্য, বেলাল আহমদ, দবির মিয়া, রবিউল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান, সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, সাদেক মিয়া, প্রমুখ।
,

আরো সংবাদ