AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দীপিকার উন্মাতাল দিন-রাত্রী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৩ - ২০১৪ | ৭: ৩১ অপরাহ্ণ

33607 deep

33607_deepপর পর অনেক হিট-সুপারহিট ছবি উপহার দিয়ে চলতি সময়ের সবচেয়ে সফল অভিনেত্রীতে পরিণত হয়েছেন দীপিকা পাডুকোন। বর্তমানে তার অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ফারহা খান পরিচালিত এ ছবিতে শাহরুখ খানের বিপরীতে তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। বহু প্রতীক্ষিত এ ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে। এটি মুক্তি পেলে দীপিকা নিজেকে অভিনেত্রী হিসেবে আরও একধাপ উপরে নিয়ে যাবেন বলেও ধারণা করা হচ্ছে। তাই তো এই ছবির কাজ শেষে এখন ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীর রেকর্ডও গড়েছেন দীপিকা। এদিকে দীপিকা বর্তমানে ফ্রান্সের কোরসিকায় রয়েছেন। সেখানে শুটিং চলছে নতুন ছবি ‘তামাশা’র কাজ। এখানে রণবীরের বিপরীতে দেখা যাবে তাকে। তবে ফ্রান্সে বেশ উন্মাতাল দিনরাত্রী পার করছেন দীপিকা। এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন তিনি। তবে গত দু’দিন বিচে শুটিং করা অবস্থায় অনেক বেশি এনজয় করেছেন তিনি। শুটিংয়ের বাইরে মদপান করে বিকিনি পরে তিনি ঘুরে বেড়িয়েছেন পুরো বিচ। উন্মাতাল হয়ে পুরো শুটিং টিমের সঙ্গে নেচেছেন। তবে এ সময় রণবীর বেশ রহস্যজনকভাবেই দীপিকার কাছ থেকে দূরে দূরে থেকেছেন। অনেকেই মনে করছেন, পাপ্পারাজ্জিদের হাত থেকে বাঁচতেই এমন কায়দা অবলম্বন করেছেন রণবীর। এদিকে ফ্রান্সে নিজের সুন্দর দিনরাত্রীর কথা খোদ দীপিকা শেয়ার করেছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন, অসাধারণ ফ্রান্স, অসাধারণ কোরসিকা। এখানকার ব্যাপারই আলাদা। সবকিছুই যেন ভাল লাগছে। শুটিংয়ের বাইরে বিচে প্রতিদিনই অনেক মজা করছি আমরা। এটাই বুঝি জীবন। আমি অনেক হ্যাপি। আশা করছি ভালভাবে শুটিং শেষে খুব শিগগিরই দেশে ফিরতে পারবো।

আরো সংবাদ