AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্রাজিলের নতুন কোচ পুরনো দুঙ্গা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৩ - ২০১৪ | ১: ৫৭ পূর্বাহ্ণ

33575_s2

বিশ্বকাপ ব্যর্থতার হতাশায় ডোবা ব্রাজিল দলের দায়িত্ব নিলেন ৯৪ সালে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক দুঙ্গা। গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন দুঙ্গাকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেয়। বিশ্বকাপে ঘরের মাঠে ব্রাজিলের ‘হেক্সা’ মিশনে ব্যর্থ হয় লুইস স্কলারি যাওগায় দায়িত্ব দেয়া হলো তাকে। স্কলারির অধীনে স্বাগতিকরা সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হার মানে। এবারের বিশ্বকাপেই ১৯৪০ সালের পর ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারে ব্রাজিল। সেলেকাওদের এমন ব্যর্থতার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান স্কলারি ও তার স্টাফরা। ২০০২ সালে ব্রাজিল স্কলারির তত্ত্বাবধানেই পঞ্চম বিশ্বকাপ জিতেছিল। ঘরের মাঠে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপ এনে দেয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফায় ২০১২ সালের নভেম্বরে সেলেকাওদের দায়িত্ব নেন স্কলারি। তার বিদায়ে আবারও দায়িত্ব উঠে দুঙ্গার কাঁধে। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন এক সময়ের অন্যতম সেরা এ ফুটবলার।

আরো সংবাদ